নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হয়ে রিজওয়ান বলছেন, ‘পিএসএলে ভালো করব’

ছবি: পিএসএলে দারুণ খেলতে আশাবাদী মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

পাকিস্তানের ভক্তদের আপাতত সেখানেই নজর রাখতে বললেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
এখনই নেতৃত্ব হারাচ্ছেন না রিজওয়ান-মাসুদরা
২৫ আগস্ট ২৫
সিরিজ হারের পর রিজওয়ান বলেন, 'আমরা ফিরে গিয়ে আলোচনা করব কী শিখলাম এই সিরিজ থেকে। পিএসএল উপভোগ করব। এটি আমাদের জন্য বড় একটি টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই সিরিজে ভালো করতে পারিনি, আশা করি পিএসএলে ভালো করব।'
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় পার করছে পাকিস্তান। শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে তারা। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। কিউইদের কৃতিত্ব দিতে ভোলেননি পাকিস্তানের অধিনায়ক।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না পাকিস্তান
২ ঘন্টা আগে
তিনি আরো বলেন, 'বাবর আজম ভালো ছন্দে আছে, নাসিম শাহ দুর্দান্ত ব্যাট করেছে। সুফিয়ান বল হাতে দারুণ করেছে। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে তারা সব বিভাগেই ভালো খেলেছে।'
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। রিজওয়ান সেখানে খেলবেন মুলতান সুলতান্সের হয়ে।