নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড

আন্তর্জাতিক
নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নিউজিল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টেড। চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত থাকলেও তিনি আর কোচের পদে থাকছেন না। তবে টেস্ট দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে ভাববেন বলে জানিয়েছেন এই কিউই কোচ।

ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডও সাদা ও লাল বলের জন্য দুই কোচের যুগে প্রবেশ করছে। গুঞ্জন আছে সাউথ আফ্রিকার সাবেক কোচ রব ওয়াল্টারকে সাদা বলের দায়িত্ব বুঝিয়ে দিতে পারে কিউইরা। যদিও এই বিষয়ে এখনও কোনো মুখ খুলেনি নিউজিল্যান্ড ক্রিকেট।

স্টেড কিউইদের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বলেছেন, 'সফরের পর সফর করার জীবন থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকতে চাই আমি এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। গত সেপ্টেম্বর থেকে ছয়-সাত মাস ধরে টানা ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে। এখন নিজের সামনে বিকল্পগুলো নিয়ে ভাবতে চাই।'

তিনি আরও যোগ করেন, 'তবে কোচিংয়ের কিছু এখনও আমার বাকি আছে বলেই মনে করি, যদিও সেটা হয়তো সব সংস্করণের জন্য নয়। আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝার সুযোগ পাব সামনের সময়টায়। এরপর আরও ভালোভাবে বুঝতে পারব, টেস্ট কোচের দায়িত্বের জন্য পুনরায় আবেদন করব কি না।'

২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব দেন স্টেড। এরপর তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিউইদের অন্যতম সেরা কোচ হিসেবে। তার অধীনেই ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। এ ছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছরও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে কিউইরা।

স্টেডের অধীনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় অর্জন ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা। এ ছাড়া গত বছর ভারতের মাটিতে তাদেরকেই টেস্ট সিরিজে হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছে কিউইরা। নিউজিল্যান্ডের দায়িত্ব নেয়ার পর বিভিন্ন প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়েছে স্টেডকে।

অনেক সময়ই দলের সেরা তারকাদের ছাড়া বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টে খেলতে হয়েছে তাকে। এরপর তরুণ ক্রিকেটারদের নিয়ে দল থেকে সেরা পারফরম্যান্স বের করে এনেছেন তিনি। কদিন আগেই দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। 

আরো পড়ুন: গ্যারি স্টেড