বিসিবি পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি কোয়াবের, চাইতে হবে ক্ষমাও
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ তকমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন এম নাজমুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের এমন মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছে তারা। এজন্য বিসিবি বরাবর প্রতিবাদলিপিও পাঠিয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন কোয়াব।