কোয়াব থেকে পদত্যাগ করলেন পাইলট

বাংলাদেশ
পদত্যাগ করলেন পাইলট
খালেদ মাসুদ পাইলট, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওয়্যাব) নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।

সেই বিজ্ঞপ্তিতে পাইলট কোয়াবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অল্প কিছুদিন হলেও তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। মূলত স্বার্থের সংঘাতের কারণেই কোয়াব থেকে পদত্যাগ করেছেন পাইলট।

গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন পাইলট। ফলে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সাবেক এই ক্রিকেটার। দুটি সংগঠনের স্বচ্ছতা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে তিনি কোয়াবের দায়িত্ব ছেড়েছেন।

পাইলট বলেছেন, 'ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক বিশাল সম্মান ও সৌভাগ্যের বিষয়। এই সময়ে আমি অসাধারণ সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমাদের ক্রিকেট অঙ্গনের কল্যাণে সামান্য হলেও অবদান রাখতে পেরেছি। এই অভিজ্ঞতা আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখব।'

পাইলট আরও বলেছেন, 'সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই দুই সংগঠনের স্বচ্ছতা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে কোয়াবের নির্বাহী পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন বলে মনে করছি।'

পাইলটের পাঠানো পদত্যাগ পত্র আজ গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এদিকে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিঠুন। একই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আরও বেশ কয়েকজনের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট।

আরো পড়ুন: কোয়াব