ভেঙে দেয়া হলো কোয়াবের কমিটি

বাংলাদেশ
ভেঙে দেয়া হলো কোয়াবের কমিটি
লিসা স্টালেকারের সঙ্গে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) গত কিছুদিনের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন ছিল। অবশেষে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এই সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি প্রাঙ্গণে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বর্তমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক যুগেরও বেশি সময় ধরে কোয়াবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন দেবব্রত পাল। ৫ আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে দুর্জয়।

সেই সঙ্গে আরও কয়েকজন কর্মকর্তাকেও দেখা যাচ্ছিল না সেই সময় থেকে। এরপর থেকেই কোয়াব সংস্কারের দাবি তুলেছিলেন ক্রিকেটাররা। নতুন অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সেলিম শাহেদকে।

সেই সঙ্গে দেশের আট বিভাগের ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে আছেন আরাফাত সানি, নাজমুল হোসেন শান্ত হচ্ছেন রাজশাহী বিভাগের প্রতিনিধি, সিলেট বিভাগ থেকে থাকছেন জাকির হাসান।

সেই সঙ্গে চট্টগ্রাম থেকে কমিটিতে রাখা হয়েছে ইরফান শুক্কুরকে। বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে যথাক্রমে প্রতিনিধি হিসেবে আছেন কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অ্যাডহক কমিটিতে আরও আছেন সাবেক ক্রিকেটারদের মধ্যে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং দেবব্রত পাল। বৈঠকে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর বেলিমরাও ছিলেন। উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তামিম ইকবালকে। 

আরো পড়ুন: কোয়াব