৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন, নির্বাচক কমিটিতে মিঠু-বাশার

বাংলাদেশ
৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন, নির্বাচক কমিটিতে মিঠু-বাশার
কোয়াবের মিটিং শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বেশ কিছুদিন ধরেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কদিন আগেই ঘোষণা করা হয়েছিল আহ্বায়ক কমিটি। তবে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির হাতে তারা ক্ষমতা তুলে দিতে যান। যারা কিনা কাজ করবেন ক্রিকেটারদের স্বার্থে কাজ করবেন।

সোমবার অনুষ্ঠিত হয়েছে কোয়াবের সাধারণ সভা। সেই সভা শেষে কোয়াবের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান সেলিম শাহেদ জানিয়েছেন কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই ব্যাপারে খোলাসা করেছেন তিনি।

সভা শেষে সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমরা আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছি। ওই তারিখের মধ্যে আমরা নির্বাচন-সংক্রান্ত বাকি সব কাজ, যেমন—সদস্যপদ, মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া ইত্যাদি সম্পন্ন করার চেষ্টা করব। চৌঠা সেপ্টেম্বর আমরা নির্বাচনের আনুষ্ঠানিক দিন আমরা ঠিক করেছি। এর জন্য আমরা একটি নির্বাচন কমিশন গঠন করেছি।'

এরই মধ্যে কোয়াবের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতিখার রহমান মিঠু। তার সঙ্গে নাসির আহমেদ ও হাবিবুল বাশার সুমন থাকবেন। তারা প্রার্থী এবং ভোটারদের তথ্য যাচাই বাছাই করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এমন সিদ্ধান্তের কথা জানিয়ে সেলিম শাহেদ বলেন, 'নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আমরা পেয়েছি ইফতেখার ভাইকে যিনি আমাদের বোর্ড ডিরেক্টর হিসেবে আছেন এবং তার সাথে নাসির আহমেদ নাসু ভাই, আমাদের আরেক সাবেক ক্রিকেটার তিনিও থাকবেন এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশার সুমন থাকবেন। এই তিনজনের একটা কমিটি আমরা করেছি যেটা নির্বাচন কমিশন এবং আমাদের মেম্বারশিপ কমিটির যারা মেম্বার হবেন তাদের মানদণ্ড পূরণ করবেন, যাচাই করবেন।'

কমিটির কাঠামো এবং ভোটাধিকারের ক্ষেত্রে আমূল পরিবর্তন এবারের নির্বাচনকে আগ্রহের কেন্দ্রে রেখেছে৷ শোনা যাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। আশা করা যাচ্ছে কদিনের মধ্যেই জানা যাবে কারা কারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

আরো পড়ুন: কোয়াব