চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তায় থাকা ১০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করল পাকিস্তান
২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যেই ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে তারা।