অক্ষরকে এখনো ডিনার করাননি রোহিত

ছবি: রোহিত শর্মার (বামে) সঙ্গে উইকেটের আনন্দ ভাগাভাগি করছেন অক্ষর প্যাটেল (ডানে), ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নবম ওভারে অক্ষরের হাতে বল তুলে দেন ভারতের অধিনায়ক। বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই তানজিদ হাসান তামিমের উইকেট তুলে নেন অক্ষর। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তানজিদ। পরের বলে আউট হয়েছেন মুশফিকুর রহিমও।
ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত
৬ ঘন্টা আগে
অক্ষরের অফ স্টাম্পের একটু বাইরের বলে সামনের পায়ে খেলতে গিয়ে লোকেশের গ্লাভসেই ক্যাচ দিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। টানা দুই বলে তানজিদ ও মুশফিককে আউট করায় হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় বাঁহাতি স্পিনারের সামনে। নতুন ব্যাটার হিসেবে জাকের আসতেই নতুন করে ফিল্ডিং সাজিয়ে নেন অক্ষর। এক স্লিপের জায়গায় দুজনকে ডেকে নেন তিনি। অক্ষর অবশ্য সুযোগও তৈরি করেছিলেন দারুণভাবে।

বাঁহাতি স্পিনারের বলে খোঁচা দিয়ে গিয়ে স্লিপে থাকা রোহিতকে ক্যাচ দিলেও অবিশ্বাস্যভাবে সহজ ক্যাচ ছেড়েছেন তিনি। ক্যাচ ছেড়ে হতাশায় তাই তিনবার মাটি চাপড়ে দেন ভারতের অধিনায়ক। মাথায় হাত দিয়ে থাকা অক্ষর অবশ্য একবারের বেশি সেদিকে তাকালেন না। ম্যাচ শেষে রোহিতের কাছে সেই ক্যাচ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি তাকে (অক্ষর প্যাটেল) আগামীকাল ডিনার করাব।’
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত
১৯ ঘন্টা আগে
সেই ডিনার এখনো করতে না পেরে আইসিসির এক সাক্ষাৎকারে মজার ছলে অক্ষর বলেন, ‘আমাদের ছয় দিনের বিরতি আছে এবং পরের পর্বেও (সেমিফাইনাল) উঠেছি। তাই আমার মনে হয়, তার কাছে ডিনারে নিয়ে যাওয়ার দাবিটা তোলার সুযোগ এখন পাব।’
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত এবং নিউজিল্যান্ড। বাংলাদেশের পাশাপাশি গত রবিবার পাকিস্তানকেও ৬ উইকেটে হারায় ভারত। আগামী রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।