promotional_ad

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গতকাল (শনিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচের আগমুহূর্তে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পরিবর্তে ভুলবশত ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেয় আইসিসি। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেয়া হয়। আইসিসির কাছে এমন ভুলের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচের আগে নিয়ম অনুযায়ী প্রথমে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময়ই ভুলটা করে আইসিসি। যা একেবারেই ভালোভাবে নেয়নি পিসিবি।


আরো পড়ুন

ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান

১২ এপ্রিল ২৫
পিএসএলের মাইক হাতে মোহাম্মদ রিজওয়ান, পিসিবি

ভারতের গণমাধ্যম ক্রিকইনফো জানায়, পিসিবি এই ভুলে চরম অসন্তুষ্ট এবং এর জন্য তারা সরাসরি আইসিসিকেই দায়ী করেছে। পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লে-লিস্ট প্রস্তুত করেছে এবং বাজিয়েছে।


promotional_ad

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ায় পাকিস্তানে নেই ভারতীয় দল। নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলছে ভারত। যেহেতু পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না ভারত, তাহলে তাদের জাতীয় সঙ্গীত প্লে-লিস্টে রাখার কারণ কী, এমনটাও জানতে চেয়েছে পিসিবি।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

এর আগে দুবাইতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার ক্রিনের এক কোনায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ক্ষুব্ধ হয়েছিল পিসিবি। আইসিসির কাছে সেটির ব্যাখ্যাও চেয়েছিল সংস্থাটি।


তাদের মতে, এমন ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে। আইসিসি অবশ্য এখনই পিসিবিকে কোনও জবাব দেয়নি। এমনকি আগের ব্যাখ্যার জবাবও তারা এখনও দেয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball