ভারতের বিপক্ষে পেস আক্রমণেই ম্যাচ জিততে চায় পাকিস্তান

ছবি: ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দল, ফাইল ফটো

বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টটি বেশ ভালোভাবে শুরু করেছে ভারত। দুবাইতে নিজেদের স্পিনারদের খুব ভালোভাবে কাজে লাগিয়েছে দলটি। উইকেট পেয়েছেন ভারতের পেসাররাও। স্বাগতিক হলেও দুবাইয়ে এই ম্যাচ খেলতে হচ্ছে পাকিস্তানকে।
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
৫ মার্চ ২৫
দুবাইতে খেলা হলেও স্পিন আক্রমণ নিয়ে বিশেষ ভাবনা নেই পাকিস্তানের। নিজেদের সেরা তিন পেসার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ওপর ভরসা রাখছেন দলটির প্রধান কোচ আকিব জাভেদ।

তিনি বলেন, 'আমাদের তিনজন সেরা পেসার আছে। এই মুহূর্তে তারাই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বোলিং আক্রমণ নিয়ে অনেক কথাই শুনেছি। তবে এই পেস ত্রয়ী আমাকে ৯০ এর দশকের পাকিস্তান দলের কথা মনে করিয়ে দেয়। তারাই আমাদের বোলিং লাইনআপের মূল শক্তি।'
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১ ঘন্টা আগে
'ভারত হয়তো ৩-৪ জন স্পিনার খেলাবে। এটা তাদের পরিকল্পনা। আমরা আমাদের শক্তি অনুযায়ী একাদশ সাজাবো। দলে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রতিপক্ষ কিভাবে দল সাজালো সেটা আমাদের ভাবার বিষয় না। আমাদের দলের সবাই ম্যাচ জেতানোর সক্ষমতা রাখে।'
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির আগে অবশ্য অতীত ইতিহাস ভেবে প্রেরণা পাচ্ছে পাকিস্তান। দুবাইয়ের মাটিতে এর আগে দুইবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মোট পাঁচবারের দেখায় তিনবার জিতেছে পাকিস্তান।