পাকিস্তানের সম্ভাবনা ‘শেষ’, তবুও বাংলাদেশের দিকে তাকিয়ে রিজওয়ান

ছবি: গ্লাভস হাতে মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচের হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও গতকাল হারল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে বর্তমানে পাকিস্তানজুড়ে চলছে ক্রিকেট উৎসব।
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
সেই উৎসব এরই মাঝে ম্লান করে দিয়েছেন স্বাগতিকরা। সেমিফাইনালে পৌঁছাতে হলে বাংলাদেশকে ভালোভাবে হারানোর পাশাপাশি ভারত-নিউজিল্যান্ড এবং বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচেও নজর রাখতে হবে পাকিস্তান। দুটি ম্যাচেই হারতে হবে নিউজিল্যান্ডকে।
আপাতত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে চোখ রিজওয়ানের, 'এই মুহূর্তে তো এটিই বলতে পারেন যে, শেষ হয়ে গেছে (পাকিস্তানের সম্ভাবনা)। এটিই সত্যি। এখন সামনের ম্যাচে বাংলাদেশ কী করবে নিউজিল্যান্ডের সঙ্গে, দেখব আমরা। এরপর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচে কী হয়, আমরা কী করতে পারি… সব মিলিয়ে লম্বা ভ্রমণ।'

যদিও অন্য দলের ওপর ভরসা করে টুর্নামেন্টে টিকে থাকতে সায় দিচ্ছে না রিজওয়ানে মন। তবুও উপায় নেই পাকিস্তানের অধিনায়কের কাছে। নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে খুবই খারাপ খেলেছে তার দল, অকপটে স্বীকার করে নিলেন এমনটাই।
রিশাদকে ছাড়াই ব্যাটিংয়ে লাহোর
১১ এপ্রিল ২৫
রিজওয়ান বলেন, 'এখন ভরসা আল্লাহর ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ওপর। অধিনায়ক হিসেবে সত্যি বলতে, এটা আমার পছন্দ নয়। যদি নিজেদের সামর্থ্য থাকে, নিজের পথে যদি জেতা যায়, তাহলে করে দেখানো উচিত। নইলে অন্য কারও আশ্রয়ে তাকিয়ে থাকা… এসবের কোনো মূল্য নেই আমার কাছে। ছিটকে গেলে তো গেলামই।'
'হ্যাঁ, তারা আমাদেরকে হারিয়েছে। নিউজিল্যান্ড হারিয়েছে, ভারত হারিয়েছে। মেনে নিচ্ছি সব। ওরা ভালো খেলেছ, আমরা বাজে খেলেছি। এখন অন্য কারও ওপর ভরসা করে থাকতে পারি না। আল্লাহ যদি সুযোগ করে দেয় আবার, তখন দেখব। আমাদের কিছু বলার নেই।'