ইংল্যান্ড দলে জায়গা হারালেন লিভিংস্টোন, ফিরলেন ডসন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি এনগিডি। কুঁচকির ইনজুরির কারণে ঘরের মাঠে গ্রীষ্মকালীন সিরিজগুলোতে খেলতে পারেননি এই পেসার।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন প্রধান কোচের দায়িত্ব পেলেন মাইক হেসন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ মে থেকে এই দায়িত্বে যোগ দেবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের সঙ্গে সঙ্গে ভারতের টপ অর্ডারে তৈরি হয়েছে বড় শূন্যতা। সবচেয়ে বড় প্রশ্ন এখন—চার নম্বরে কে? এই পজিশনটা শুধু পরিসংখ্যানে নয়, মানসিক দিক থেকেও দলের সেরা ব্যাটারের জায়গা হিসেবে ধরা হয়। চেতেশ্বর পুজারার মতে, এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে জানান তিনি।
গতকাল (সোমবার) সকালে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে ক্রিকেট মহলে রীতিমতো চমক সৃষ্টি করেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটার। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে এমন সিদ্ধান্তে বিস্মিত তার ঘনিষ্ঠরাও।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার তিন মূল ক্রিকেটার—প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন। আগামী ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সোমবার অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমন দিনেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের এই সাবেক অধিনায়কের বিদায় নিয়ে এদিন কথা বলেছেন লিটন।
গুঞ্জন চলছিল আগেই। এবার সেই গুঞ্জন বাস্তবে পরিণত হলো। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সাদা পোশাকে ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের ক্রিকেটের সাম্পতিক সময়ের সবচেয়ে বড় মহাতারকা।
২০২৪ সালের জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান রোহিত শর্মা। কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন এই ডানহাতি ওপেনার। শুধু ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চিরবিদায় নিলেন বব কাউপার। ৮৪ বছর বয়সে মেলবোর্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ১৯৬৫-৬৬ মৌসুমের দেশের মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। তার মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীর শোক প্রকাশ করেছে।
ভারতের টেস্ট ক্রিকেটকে তরুণদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন বিরাট কোহলি- এমন খবর কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তবে এই সিদ্ধান্তের সময়টাই ভুল বলে মনে করছেন ভারতের সাবেক ওপেনার নবজ্যোত সিং সিধু। ইংল্যান্ড সফরের আগে এমন সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আইপিএলের ১৮তম আসর স্থগিত হওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে টুর্নামেন্ট স্থগিত করাকে সঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে, আর সেই বিবেচনায় এই সিদ্ধান্ত সময়োপযোগী।