‘কোহলির অবসরের সিদ্ধান্ত সঠিক, তবে সময় ভুল’

বিরাট কোহলি, ফাইল ফটো
ভারতের টেস্ট ক্রিকেটকে তরুণদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন বিরাট কোহলি- এমন খবর কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তবে এই সিদ্ধান্তের সময়টাই ভুল বলে মনে করছেন ভারতের সাবেক ওপেনার নবজ্যোত সিং সিধু। ইংল্যান্ড সফরের আগে এমন সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

promotional_ad

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছেন কোহলি। আর সেই অনুরোধের পরই বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। কারণ, এই সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র।


আরো পড়ুন

৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি

৯ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজার সঙ্গে আলাপচারিতায় কোহলি, ফাইল ফটো

এই সিদ্ধান্তের সময়কালকে 'ভুল' উল্লেখ করে সিধু এক ভিডিও বার্তায় বলেন, ‘বিরাট কোহলির সিদ্ধান্ত যে তিনি অবসর নিতে চান। ক্রিকেট বিশ্বে এটি আলোড়ন সৃষ্টি করেছে। তার উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো, উদ্দেশ্য সম্মানজনক। পুরোনোকে সরে যেতে হবে, নতুনকে জায়গা করে দিতে হবে। কিন্তু সময় ও উপলক্ষ একদমই ঠিক না, কারণ এখানে ভারতের সম্মান ও গর্ব জড়িত।’


promotional_ad

তিনি আরো বলেন, ‘আমরা যে সফরে যাচ্ছি, সেটা এমন এক কঠিন পরীক্ষা, যা অন্য যেকোনো টেস্ট খেলুড়ে দেশকেও কাঁপিয়ে দেয়। আমি কেন বলছি, কারণ কোহলিই হতে পারেন ইংল্যান্ডে আমাদের চালিকাশক্তি। কারণ তার রয়েছে অভিজ্ঞতা, বিশেষ করে রোহিত শর্মার বিদায়ের পর। আপনি একটা অনভিজ্ঞ দল ইংল্যান্ডে পাঠাতে পারেন না।’


আরো পড়ুন

আর্শদিপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার

৩৮ মিনিট আগে
আনশুল কাম্বোজের উইকেট উদযাপন, ফাইল ফটো

এই প্রসঙ্গে সিধুর মতো উদ্বিগ্ন আরও অনেকে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ও ভারতের সাবেক ব্যাটার আম্বাতি রাইডু সামাজিক মাধ্যমে নিজেদের মত দিয়েছেন। তাদের সবার চাওয়া, কোহলি যেন এখনই টেস্ট দলের হাল না ছাড়েন।


রোহিত শর্মার টেস্ট থেকে বিদায়ের পর ভারত এমনিতেই অভিজ্ঞতার সংকটে। তার ওপরে কোহলির সম্ভাব্য অবসর টিম ম্যানেজমেন্টকে ফেলতে পারে আরও চাপে। কারণ, এই মুহূর্তে ভারতের টেস্ট দল একপ্রকার রূপান্তরের মধ্যেই রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি কোহলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball