promotional_ad

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকানো কাউপারের চিরবিদায়

বব কাউপার, ফাইল ফটো
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চিরবিদায় নিলেন বব কাউপার। ৮৪ বছর বয়সে মেলবোর্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ১৯৬৫-৬৬ মৌসুমের দেশের মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। তার মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীর শোক প্রকাশ করেছে।

promotional_ad

১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কাউপার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২৭টি টেস্ট। বাঁহাতি এই ব্যাটার ৫টি সেঞ্চুরিতে ৪৬.৮৪ গড়ে করেছেন দুই হাজার ৬১ রান, উইকেট নিয়েছেন ৩৬টি। তবে তাকে স্মরণীয় করে রেখেছে একটি ইনিংস— মেলবোর্নে ৩০৭ রানের মহাকাব্যিক সেই অপরাজিত ইনিংস।


আরো পড়ুন

আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

১ মে ২৫
বিসিসিআই

টেস্ট ইতিহাসে সেটি ছিল দশম ট্রিপল সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল প্রথম। মেলবোর্নে পরের চার দশকেও কেউ পারেনি সেই রেকর্ড ছুঁতে। মেলবোর্নে এখন পর্যন্ত ১১৭ টেস্টে একমাত্র ট্রিপল সেঞ্চুরিও সেটি।


অ্যাশেজে সেই ইনিংসের আগেও দারুণ ফর্মে ছিলেন কাউপার। দ্বিতীয় টেস্টে করেছিলেন ৯৯, তৃতীয় টেস্টে ৬০— তবু জায়গা হারিয়েছিলেন একাদশে। তবে চতুর্থ টেস্টে মেলবোর্নে ফিরে খেলেন ইতিহাস গড়া ১২ ঘণ্টার ইনিংস, যা আজও অস্ট্রেলিয়ায় টেস্টে সবচেয়ে দীর্ঘ ব্যাটিংয়ের রেকর্ড।


promotional_ad



তার ৫৮৯ বলের সেই ইনিংসে ছিল ২০টি চারের মার। উইকেটে ছিলেন ৭২৭ মিনিট। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ড্র করে অ্যাশেজ ধরে রাখে অজিরা। অস্ট্রেলিয়ার মাটিতে ৯ টেস্টে তার ব্যাটিং গড় ৭৫.৭৮। এই তালিকায় তার আগে আছেন কেবল ডন ব্র্যাডম্যান (৯৮.২২)।


মাত্র ২৩ বছর বয়সে অভিষেক, আর ২৮-এ বিদায় নেন কাউপার। পরে আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি। ক্রিকেটে অবদানের স্বীকৃতিতে ২০০৩ সালে পেয়েছিলেন ‘মেডেল অব দা অর্ডার অব অস্ট্রেলিয়া’।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball