আইপিএল স্থগিতের সিদ্ধান্ত বিসিসিআইকে নিতেই হতো: সৌরভ

ছবি: সৌরভ গাঙ্গুলি, ফাইল ফটো

সৌরভের মতে, যুদ্ধের সময় ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন এবং দায়িত্বজ্ঞানহীন হত। বিশেষ করে আইপিএলের মতো আন্তর্জাতিক আয়োজন যেখানে অনেক দেশি ও বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন, সেখানে নিরাপত্তা এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নেয়া একদম সঠিক হয়েছে। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের পেছনে চিন্তাভাবনা যথেষ্টই যুক্তিযুক্ত।
আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ
২৬ মার্চ ২৫
ভারতের একটি সংবাদ সংস্থাকে সৌরভ বলেন, ‘দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে। যেহেতু অনেক দেশি ও বিদেশি ক্রিকেটার খেলছে, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নিতেই হতো। আইপিএল দ্রুতই আবার শুরু হবে বলে আশা করি, কারণ আইপিএলের গুরুত্বপূর্ণ একটা পর্ব খুবই কাছে।’
তিনি আরও বলেন, ‘বিসিসিআইয়ের এটা করতেই হতো, বিশেষ করে ধর্মশালা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, জয়পুরে। এগুলো সবই আইপিএলের ভেন্যু। সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে, বাকি ম্যাচগুলো হবে। বিসিসিআই আইপিএল শেষ করবে, আর এই পরিস্থিতিও দ্রুত ঠিক হবে।’

স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়
৮ ঘন্টা আগে
সৌরভের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি যেমনই হোক, বিসিসিআইয়ের সামর্থ্য এবং আগের অভিজ্ঞতা রয়েছে এমন চ্যালেঞ্জ মোকাবেলা করার। তার বিশ্বাস, আইপিএল মাঝপথে থেমে থাকবে না, বরং সুযোগ পেলেই ফের শুরু হবে বাকি ম্যাচগুলো। শুধু তাই নয়, তিনি মনে করেন দর্শকদের আগ্রহও থাকবে তুঙ্গে।
সবশেষে সৌরভ বলেন, পাকিস্তানের পক্ষেও দীর্ঘদিন এই চাপ ধরে রাখা সম্ভব নয়। ‘এই পরিস্থিতিও দ্রুত ঠিক হবে। কারণ, পাকিস্তান লম্বা সময় যুদ্ধের চাপ নিতে পারবে না,’
এদিকে এদিকে ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।