ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল ভারত
জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পেস বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিলেন সিরাজ। ডানহাতি পেসারের সঙ্গে রবীন্দ্র জাদেজা চারটি ও কুলদীপ যাদব নিয়েছেন দুইটি। সিরাজ, জাদেজা ও কুলদীপের বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে দেড়শও ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের ১৪৬ রানে অল আউট করে ইনিংস ও ১৪০ রানে জয় পেয়েছে ভারত। দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেলেন শুভমান গিলরা।