র‍্যাঙ্কিংয়ে সাইফের লম্বা লাফ, অভিষেকের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক
র‍্যাঙ্কিংয়ে সাইফের লম্বা লাফ, অভিষেকের বিশ্ব রেকর্ড
সাইফ হাসান ও
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত কয়েক বছর ধরেই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় রাজত্ব চলছিল হার্দিক পান্ডিয়ার। অবশেষে সেই আধিপত্য ভাঙলেন সাইম আইয়ুব। এশিয়া কাপে দারুণ বোলিং করে তিন অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন। তিনি চার ধাপ উন্নতি করে শীর্ষে উঠেছেন। যদিও এবারের এশিয়া কাপে চার ম্যাচে শূন্য রানে আউট হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

দুই নম্বরে নেমে গেছেন হার্দিক। শীর্ষে থাকা সাইমের চেয়ে তিনি ৮ ধাপ পিছিয়ে আছেন। এ ছাড়া পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৩০তম অবস্থানে। এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে দুজনই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

অন্যদিকে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। অবিশ্বাস্য এক কীর্তি গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্ট—যা টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯, ২০২০ সালে)। এই অর্জনের মাধ্যমে অভিষেক নিজের সতীর্থ সূর্যকুমার যাদব ও বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন। ২৫ বছর বয়সী এই ওপেনার গত বছর আন্তর্জাতিক অভিষেক করলেও ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়ে উঠেছেন।

এশিয়া কাপে ৩১৪ রান করেন ৪৪.৮৫ গড়ে। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের থেকে ৮২ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন। ভারতের তিলক ভার্মা তৃতীয়, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা পঞ্চম, কুশল পেরেরা নবম স্থানে আছেন।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ৪৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বোলারদের র‍্যাঙ্কিংয়ে রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

এশিয়া কাপে দারুণ খেলে পাকিস্তানের শাহিবজাদা ফারহান ১৩তম স্থানে উঠে এসেছেন এবং ভারতের সাঞ্জু স্যামসন ৩১তম স্থানে এসেছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী ধরে রেখেছেন শীর্ষস্থান। এশিয়া কাপে ৭ উইকেট নেয়ার পরও তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। সতীর্থ কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে ১২তম, পাকিস্তানের শাহিন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিং