এমসিসি সভাপতির দায়িত্বে এড স্মিথ, চেয়ার অব ক্রিকেট মরগান

আন্তর্জাতিক
এমসিসি সভাপতির দায়িত্বে এড স্মিথ, চেয়ার অব ক্রিকেট মরগান
ইয়ন মরগান ও এড স্মিথ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এক বছরের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন এড স্মিথ। এর আগে গত মে মাসে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাকে লর্ড কিং অফ লথবারির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান নিয়োগ পেয়েছেন চেয়ার অব ক্রিকেট পদে।

স্মিথ কেন্ট, মিডলসেক্স এবং ইংল্যান্ডের হয়ে ১৩ মৌসুমে ক্রিকেট খেলেছেন। এই সময় তিনি প্রায় ১৩ হাজার রান করেছেন। যার মধ্যে রয়েছে ৩৪টি সেঞ্চুরি। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়েও খেলেছেন। ২০০৮ সালে অবসর নেয়ার পর তিনি পাঁচটি বই প্রকাশ করেছেন এবং দ্য টাইমস ও সম্প্রতি নিউ স্টেটসম্যান-এ কলাম লিখেছেন।

তিনি রেডিও ও টেলিভিশনে উপস্থাপক হিসেবেও কাজ করেছেন, যার মধ্যে রয়েছে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল। ২০১৮ সালে তিনি ইংল্যান্ড পুরুষ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন। তার তিন বছরের মেয়াদে ইংল্যান্ড প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। এমসিসি ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা বলা হয়ে থাকে। ফলে এই সংস্থার সভাপতির দায়িত্বকে অনেক সম্মানের বলে বিবেচনা করা হয়।

নতুন এই দায়িত্ব পেয়ে স্মিথ বলেন, 'এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের উত্তরসূরি হওয়া খুবই সম্মানের। লর্ডস আমার জীবনের বিশেষ একটি অংশ- ক্রিকেটের ভক্ত ও খেলোয়াড় হিসেবে এবং পরে নির্বাচক হিসেবে। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমি ক্লাব ও এই খেলায় অবদান রাখার জন্য উন্মুখ হয়ে আছি।'

মরগান স্থলাভিষিক্ত হয়েছেন ক্লেয়ার টেলরের। গত মে মাসে এজিএমে তিন বছরের জন্য মরগানকে দায়িত্ব দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। মরগান ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে প্রায় ৭ হাজার রান করেছেন। এমনকি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কও তিনি। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সফল অধিনায়কও বলা হয় তাকে। খেলোয়াড়ি জীবনে মরগান ১৭ বছর মিডলসেক্সের হয়ে খেলেছেন। তিনি এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য।

আরো পড়ুন: এমসিসি