‘দৌড়াতে না পারা’ আলিসেই ভরসা ছিল চিটাগংয়ের
হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে পুল করে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ মিঠুন যখন ফিরলেন চিটাগং কিংসের তখনও ১৮ বলে প্রয়োজন ৩৪ রান। অধিনায়ক ফিরতেই শেষ হয়ে যায় বিশেষজ্ঞ ব্যাটারের কোটা। এমন অবস্থায় আরাফাত সানি কিংবা আলিস আল ইসলামরা চিটাগংকে ফাইনালে তুলবেন সেটা হয়ত বেশিরভাগ মানুষই ভাবেনই। অথচ সেই অবিশ্বাস্য সমীকরণই মিলিয়েছেন তারা দুজন।