সময়মতো পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম: আলী

ফ্র্যাঞ্চাইজি লিগ
সময়মতো পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম: আলী
গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ আলী, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ওভারে চার উইকেট নেয়ার কীর্তি গড়েছেন মোহাম্মদ আলী। পাকিস্তানি এই পেসার শুরু থেকে বরিশালের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মিলছিল না তার। মাঝের সময়টায় জাতীয় দলেও খেলতে যান তিনি। এবার সুযোগ পেয়েই দেখালেন এমন পারফরম্যান্স। ম্যাচ শেষে জানিয়েছেন দারুণ পারফরম্যান্স করতে সবসময়ই প্রস্তুত থাকেন তিনি।

চিটাগংয়ের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন আলী। তৃতীয় বলে ৭৯ রান করা শামীম পাটোয়ারিকে ইবাদতের ক্যাচ বানান। সেই ওভারের পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরান। পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করেন।

ফলে একই ওভারে চতুর্থ এবং ম্যাচে নিজের পঞ্চম উইকেট পেয়ে যান আলী। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেয়ার এটি ১৪তম ঘটনা। তার এমন পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বরিশালও।

ম্যাচ শেষে আলী বলেন,  ‘আমি সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি বিশ্বাস করি, আমি খেলি বা না খেলি দলের সুবিধা দেখতে হবে। আমি এটাও বিশ্বাস করি, সুযোগ না পেলেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি সুযোগ পান কিন্তু প্রস্তুত নন, তাহলে তো হলো না। ফলে আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সময়মতো পারফরম্যান্সের জন্য। গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন পারফরম্যান্স এসেছে, ফলে আমি খুশি।’

‘দারুণ অনুভূতি। সব সময় ভালো লাগে যতক্ষণ আমি দলের জন্য পারফর্ম করে যাচ্ছি। পাকিস্তানে এমন কিছু আগেও কয়েকবার করেছি আমি অতীতে। ফলে আমার জন্য এটা নতুন কিছু নয়। বেশি ধৈর্য ধরে আমি পরিস্থিতি অনুযায়ী কাজ করে যাই।’

পাকিস্তানে চারদিনের ক্রিকেটেই বেশি সফল আলী। ৩২ বছর এই পেসার জাতীয় দলের হয়ে খেলেছেন চারটি টেস্ট ম্যাচে। জাতীয় দলের ওয়ানডে বা টি-টোয়েন্টিতে এখনও অভিষেকই হয়নি তার।

সামগ্রিক ক্যারিয়ার নিয়ে তিনি আরো বলেন, 'পুরো দুনিয়ায় মানুষের একটা ভাবনা হচ্ছে যারা লাল বলের ক্রিকেটার তারা হয়ত সাদা বলের ক্রিকেটে ভালো কিছু করবে না। সাদা বলের ক্রিকেটে ভালকিছু করা আমার জন্য নতুন কিছু নয়। চারদিনের ক্রিকেট বা ওয়ানডে বা টি-টোয়েন্টি যেটাই খেলি আমি চেষ্টা করি উপভোগ করতে। পাকিস্তানে সুযোগ পাই বা না পাই তাও আমি চেষ্টা করি উপভোগ করতে।'
 

আরো পড়ুন: মোহাম্মদ আলী