আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ
ছবি: বিপিএলের ম্যাচে আরাফাত সানি, ফেসবুক
আগামী সাত দিনের মধ্যে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে সানিকে। অর্থাৎ চলতি বিপিএলে বোলিং পরীক্ষা না দিলেও চলবে তার। বিপিএলের ফাইনাল শেষ করে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন এই স্পিনার।
‘দিনশেষে টাকা ম্যাটার করে’, পারিশ্রমিক বিতর্ক নিয়ে আরাফাত
১৭ জানুয়ারি ২৫বিসিবিতে এ সকল পরীক্ষা নিরীক্ষা করানো হয় সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসুর তত্ত্বাবধানে। বর্তমানে এই ভিডিও অ্যানালিস্ট কাজ করছেন চিটাগং কিংস দলে। যেহেতু আসরে এখনও টিকে আছে চিটাগং, তাই নাসুকেও পাচ্ছে না বিসিবি।
আর তাই বিতর্ক এড়াতে সানিকে এক সপ্তাহ সময়ে দিচ্ছে বিসিবি। বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে সানির বিপক্ষে রিপোর্ট করা হয়। ফরচুন বরিশালের বিপক্ষে সেদিন ৪ ওভার বোলিং করে ৪১ রানে ১ উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই স্পিনার।
চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন
১৯ ঘন্টা আগেসানির আগে চিটাগংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও সন্দেহের তালিকায় ছিল। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিসও। চিটাগংয়ের অ্যানালিস্ট নাসু দ্রুত পরীক্ষা নিয়ে আলিসের অ্যাকশান ত্রুটিমুক্ত ঘোষণা করায় এর আগে বেশ সমালোচনা হয়েছে। সানির ক্ষেত্রে তাই সময় নিচ্ছে বোর্ড।
গত সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পেরেছেন সানি। ম্যাচে দুই ওভার বোলিং করে ১১ রান খরচায় কোনো উইকেট পাননি তিনি। এর আগে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই রাউন্ড খেলে দেশে ফিরেছিলেন সানি।