বরিশালের হয়ে ফাইনাল খেলতে আসছেন নিশাম

ফ্র্যাঞ্চাইজি লিগ
বরিশালের হয়ে ফাইনাল খেলতে আসছেন নিশাম
ব্যাটের মতো বোলিংয়ে অবদান রাখতে পারেন জিমি নিশাম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কিংবদন্তি গলফার টাইগার উডসের জীবনের না বলা সব কথা নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার, টাইগার’ বই হাতে বিমানে বসে আছেন জিমি নিশাম । ইনস্টাগ্রামে প্রকাশ করা স্টোরিতে দেখা যায় বইয়ের ঠিক উপরের অংশে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের পতাকা ব্যবহার করেছেন। অ্যারো চিহৃ দিয়ে নিশাম নিশ্চিত করেছেন বাংলাদেশে আসতে যাচ্ছেন।

সাউথ আফ্রিকায় চলমান এসএ-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রিটোরিয়ার হয়ে ৮ ম্যাচে ৯৫ রান করা নিশাম বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট। পয়েন্ট টেবিলের চারে থাকায় প্লে-অফে নেই প্রিটোরিয়া। এসএ-২০ লিগের মিশন শেষ হওয়ায় আপাতত অবসর সময়ই পার করতে হবে তাকে। 

সেই ফাঁকে বিপিএল খেলার চুক্তি নিয়েছেন নিশাম। কিউই অলরাউন্ডারের ইনস্টাগ্রামের স্টোরি দেখে বিপিএলে খেলা নিশ্চিত হওয়া গেলেও কোন দলের হয়ে খেলতে দেখা যাবে সেটা জানতে খানিকটা বেগই পেতে হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের একটা অংশ ধারণা করতে থাকেন রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়া খুলনা টাইগার্সের হয়ে খেলতে আসছেন। 

খুলনার মিডিয়া ম্যানেজার ফাহিম মুনতাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোন তথ্য তার কাছে নেই। তার এমন কথায় নিশ্চিত হওয়ায় ফরচুন বরিশাল কিংবা চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলতে আসছেন নিশাম। পরবর্তীতে বরিশালের একটি বিশ্বস্ত সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে তাদের হয়ে ফাইনাল খেলতে আসছেন তিনি।

চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়া বরিশালের হয়ে খেলতে খানিকটা সময় অপেক্ষা করতে হবে তাকে। ৭ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে চলমান আসরের ফাইনাল। যেখানে বরিশালের প্রতিপক্ষ চিটাগং নয়ত খুলনা। ফাহিম আশরাফের অভাব পূরণেই মূলত নিশামকে নিয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে পারফর্ম করেছেন ফাহিম। 

পাকিস্তানের অলরাউন্ডার মিডিয়াম পেস বোলিংয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। নিশাম নিজেও পেস বোলিংয়ের সঙ্গে মারকুটে ব্যাটিংও করতে পারেন। বিপিএলের গত আসরে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন। যেখানে ৭ ম্যাচে ২৯১  রান করার পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ৪ ফেব্রুয়ারি সকালে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আরো পড়ুন: জিমি নিশাম