
হেটমায়ারের উইকেটটাই সেরা, বিপিএলে সে আমাকে ছক্কা মেরেছিল: খালেদ
একটা সময় গিয়ে মনে হয়েছিল, রংপুরের আর জেতা হবে না। শিমরন হেটমায়ার এবং শেরফান রাদারফোর্ডের জুটি যেন জিতিয়ে দেবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। কিন্তু ঠিক সেই সময় বল হাতে আসেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। আর এসেই শিকার করেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।