বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএলে অংশ নেয়ার বিষয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ এবং সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে। একই সঙ্গে কেবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা হয়েছে, যাতে সমন্বিতভাবে নির্দেশনা কার্যকর করা যায়। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা জারি করা হবে।
উপসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান থেকে তারা সরে আসবে না। পরিস্থিতি পর্যালোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।