
আইপিএল শেষ করে ধোনি বললেন, ‘সিদ্ধান্ত নেয়ার জন্য চার-পাঁচ মাস সময় আছে’
গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিয়ে আইপিএল শেষ করেছে চেন্নাই সুপার কিংস। প্রতিটি আইপিএলেই গুঞ্জন ওঠে এটাই ধোনির শেষ টুর্নামেন্ট কিনা। প্রতিবারই আইপিএল শেষে ধোঁয়াশা রেখে দেন ধোনি। এবারও এর ব্যতিক্রম হয়নি। চেন্নাইয়ের ভারপ্রাপ্ত এই অধিনায়ক জানিয়েছেন সিদ্ধান্ত নেয়ার জন্য আরও চার-পাঁচ মাস সময় আছে।