কলকাতার প্রধান কোচের দায়িত্বে অভিষেক নায়ার

ফ্র্যাঞ্চাইজি লিগ
কলকাতার প্রধান কোচের দায়িত্বে অভিষেক নায়ার
কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে আর নবায়ন করেনি। সেই থেকেই নতুন প্রধান কোচের সন্ধানে ছিল আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনায়।

অবশেষে সব জল্পনার ইতি টেনে কেকেআর তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অভিষেক নায়ারকে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নায়ারের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পণ্ডিতের অধীনে গত মৌসুমে সহকারী কোচ হিসেবে কাজ করা নায়ার এবার প্রধান কোচেরই দায়িত্ব নিয়েছেন।

আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়ে এবার বড় চমক দেখিয়েছেন নায়ার। এক বছর বিরতির পর তিনি ২০২৫ মৌসুমে আবারও কেকেআরে ফিরে আসেন, এর আগে তিনি গৌতম গম্ভীরের সহকারী হিসেবে ভারতীয় জাতীয় দলের কোচিং স্টাফে কাজ করেছিলেন। সম্প্রতি তিনি উইমেন্স প্রিমিয়ার লিগের ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

পণ্ডিতের অধীনে দীর্ঘ দশ বছর খরা কাটিয়ে আবারও আইপিএল শিরোপা জেতে কলকাতা। তবে হতাশাজনক ২০২৫ মৌসুমে মাত্র পাঁচ জয়ে অষ্টম স্থানে শেষ করার পর দল পুনর্গঠনের পথে হাঁটে ফ্র্যাঞ্চাইজিটি, যার ফলেই পণ্ডিতের বিদায় একপ্রকার নিশ্চিতই ছিল। তিনি এখন ভারতের ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন।

কলকাতার সঙ্গে নায়ারের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৮ সালে কেকেআর একাডেমির প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। পরে মূল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, এমনকি ২০২২ সালে সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচও ছিলেন তিনি।

গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ এবং গম্ভীর জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর নায়ারও সেখানে সহকারী কোচ হিসেবে যোগ দেন। তবে বিসিসিআইয়ের পারফরম্যান্স পর্যালোচনার পর সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয় নায়ারকে। আর এরপরই তিনি ২০২৫ মৌসুমে কেকেআরে ফিরে আসেন।

এবার প্রধান কোচ হিসেবে তার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। কলকাতার টিম ম্যানেজমেন্টে আরও কিছু পরিবর্তন আসতে পারে। বোলিং পরামর্শক ভারত অরুণ ও স্পিন কোচ কার্ল ক্রো—দুজনই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন, তাদের জায়গায়ও নতুন মুখ দেখা যেতে পারে।

আরো পড়ুন: অভিষেক নায়ার