আইপিএলে কোহলির বেঙ্গালুরু কিনতে আগ্রহী ৬ সংস্থা

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএলে কোহলির বেঙ্গালুরু কিনতে আগ্রহী ৬ সংস্থা
আইপিএল শিরোপা হাতে বিরাট কোহলির উল্লাস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রি হয়ে যেতে পারে- এমন গুঞ্জন ছিল আগেই। এবার সেই সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। জানা গেছে, ইতোমধ্যেই দলটি কেনার আগ্রহ দেখিয়েছে ছয়টি সংস্থা। ভারতীয় সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি প্রতিষ্ঠানও রয়েছে দৌড়ে।

বর্তমানে আরসিবির মালিকানা রয়েছে ব্রিটেনভিত্তিক একটি কোম্পানির হাতে। আইপিএল থেকে লাভের পরিমাণ প্রত্যাশার তুলনায় কম হওয়ায় তারা দলটি ধরে রাখতে অনাগ্রহী। ভারতীয় শাখা যদি মালিকপক্ষকে ভিন্নভাবে বোঝাতে না পারে, তাহলে বিক্রির সম্ভাবনা বেশ উঁচু বলেই ধারণা করা হচ্ছে।

এ অবস্থায় একাধিক সংস্থা দলটি কিনতে আগ্রহ দেখাচ্ছে। ভারতের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করেছে আদানি ফ্র্যাঞ্চাইজি, জেএসডব্লিউ নেটওয়ার্ক এবং সিরাম ইনস্টিটিউট। এ ছাড়া দুটি মার্কিন সংস্থাও যোগাযোগ করেছে বলে জানা গেছে। ২০২২ সালে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনার লড়াইয়ে অল্পের জন্য পিছিয়ে পড়েছিল আদানি ফ্র্যাঞ্চাইজি। এবার তাই আরসিবির ক্ষেত্রে তারা আপসে যেতে রাজি নয়।

তবে প্রতিযোগিতায় আদানিদের কড়া চ্যালেঞ্জ জানাতে পারে জেএসডব্লিউ নেটওয়ার্ক। যদিও তাদের মালিকানায় ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস রয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, একই মালিকানাধীন দুটি দল টুর্নামেন্টে অংশ নিতে পারে না। ফলে বেঙ্গালুরু দলে আগ্রহী হলে দিল্লির মালিকানা ছেড়ে দিতে হবে তাদের।

আরেক প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আদর পুনাওয়ালার সিরাম ইনস্টিটিউট। এর আগেও তারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কেনার চেষ্টা করেছে। সেবার সফল না হলেও এবার দল কেনার ব্যাপারে তারা বেশ আগ্রহী।

এক সমীক্ষা অনুযায়ী, ব্র্যান্ড মূল্যের দিক থেকে আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি এখন আরসিবি। ধারণা করা হচ্ছে, আইপিএলের সর্বশেষ শিরোপা জেতা এই দলটি কিনতে সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ১৭,৬০০ কোটি রুপি।

আরো পড়ুন: বিরাট কোহলি