ফ্র্যাঞ্চাইজির ২০ মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন কামিন্স-হেড

ফ্র্যাঞ্চাইজি লিগ
ফ্র্যাঞ্চাইজির ২০ মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন কামিন্স-হেড
ট্রাভিস হেড ও প্যাট কামিন্স
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও সহ-অধিনায়ক ট্রাভিস হেডকে বছরে প্রায় ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য। তবে তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।

কামিন্স ও হেড, যারা দুজনেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ধারণা করা হচ্ছে এমন বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন একটি গ্রুপ। এর আগেও এমন লোভনীয় প্রস্তাব পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা তারকারা।

দুই বছর আগে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারও মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া বাৎসরিক চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যা বছরে আনুমানিক ৭.৫ মিলিয়ন ডলারের ছিল। এবার কামিন্স-হেডদের দেয়া বিশাল অঙ্কের অফার অস্ট্রেলিয়ান ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আইপিএলের দলগুলোর মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিরা ইতোমধ্যেই বিশ্বজুড়ে একটি ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক তৈরি করেছেন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও তারা দল কিনেছে। ভবিষ্যতে তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা মেটাতে আরও ক্রিকেটারদের এমন প্রস্তাব দিতে পারেন।

বর্তমানে শীর্ষ অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তাদের ক্রিকেট অস্ট্রেলিয়া চুক্তি থেকে বছরে প্রায় ১.৫ মিলিয়ন ডলার পান। অন্যদিকে কামিন্স আন্তর্জাতিক ক্রিকেট ও অধিনায়ক হিসেবে অতিরিক্ত বোনাসসহ, বছরে প্রায় ৩ মিলিয়ন ডলার আয় করেন। যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

তিনি গত বছর আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে ৩.৭ মিলিয়ন ডলার আয় করেছেন। একই দল হেডকে কিনেছিল ১.২ মিলিয়ন ডলারে। এমন প্রস্তাব অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেটারদের দিলে তারা লুফে নেন কিনা সেটাই এখন দেখার বিষয়। কদিন আগেই

আরো পড়ুন: ট্রাভিস হেড