যদিও এখনো পর্যন্ত নিলামের ভেন্যু নিয়ে চূড়ান্ত নিতে পারেনি আয়োজকরা। আইপিএলের গত মৌসুমের মেগা নিলাম হয়েছে ১৯ ডিসেম্বর। তবে এবার সেটি এগিয়ে ডিসেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে আসতে পারে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে ক্রিকেটারদের রিটেইন করার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিরা।
তাদের প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে রিটেইন ও ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা প্রকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বেশিরভাগ দলই তাদের ক্রিকেটারদের ধরে রাখতে পারে। তবে পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। চেন্নাইয়ের ভাবনায় না থাকায় ইতোমধ্যে আইপিএল অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
সাবেক এই ডানহাতি স্পিনার অবসর নেয়ায় নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপি ব্যবহারের সুযোগ পাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ ছাড়া দীপক হুদা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, স্যাম কারান, এমনকি ডেভন কনওয়েকেও ছেড়ে দেয়ার কথা ভাবছে চেন্নাই। রাজস্থানের সবচেয়ে বড় নাম হতে পারেন সাঞ্জু স্যামসন। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল রাজস্থান ছাড়তে পারেন তাদের অধিনায়ক। যদিও সেটা এখনো নিশ্চিত নয়। রিটেইন ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলেই সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
স্যামসন ছাড়াও দুই শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়তে পারে তারা। যদিও কুমার সাঙ্গাকারা প্রধান কোচ হয়ে ফেরায় দুইজনের মধ্যে কেউ একজন থেকেও যেতে পারেন। বেশ কয়েকজন ক্রিকেটারকে নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে হতে পারে। তাদের মধ্যে আছেন ভারতের থাঙ্গারাসু নাটারাজন, আকাশ দীপ ও মায়াঙ্ক যাদব। এ ছাড়া অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও সাউথ আফ্রিকার ডেভিড মিলারও আছেন সেই তালিকায়।
জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। টেম্পোরারি রিপ্লেসমেন্ট হওয়ায় চাইলেও তাকে ধরে রাখতে পারবে না দিল্লি। গত মৌসুমে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে ভেঙ্কেটেস আইয়ারকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়নরা তাকে ছেড়ে দেবে কিনা তা এখনো নিশ্চিত না। তবে বাঁহাতি ব্যাটারকে না ছাড়লে নতুন ক্রিকেটার দলে ভেড়াতে বেগ পেতে হবে তাদের। চোটের কারণে গত আসরে খেলতে না পারা ক্যামেরন গ্রিনকে নিয়ে কাড়াকাড়ি করতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।