মাহফুজুর-ইমনে আবাহনীর সহজ জয়
মাহফুজুর রাব্বির পাঁচ উইকেটের নৈপুণ্যে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১০০ রানে অল আউট করে আবাহনী লিমিটেড। পরবর্তীতে পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে আট উইকেটের জয় নিশ্চিত করে শিরোপা প্রত্যাশী এই দলটি।
মাহফুজুর রাব্বির পাঁচ উইকেটের নৈপুণ্যে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১০০ রানে অল আউট করে আবাহনী লিমিটেড। পরবর্তীতে পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে আট উইকেটের জয় নিশ্চিত করে শিরোপা প্রত্যাশী এই দলটি।
২০২০ সালের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল গোলাপি বলে আয়োজনের প্রস্তাব করা হলেও সেটার বাস্তবায়ন চোখে পড়েনি। তবে বিসিএলের আগামী মৌসুমের পুরো টুর্নামেন্টই গোলাপি বলে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এপ্রিল-মে মাসের অতিরিক্ত গরমের কারণে দিবা-রাত্রির টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরুতে কোনো দলের সঙ্গেই বনিবনা হচ্ছিল না লিটন দাসের। তবে ডিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে দলে ভিড়িয়ে চমক দেখায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। প্রথম ম্যাচেই দলটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল।
পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দল-বদলের টোকেন তুলে রাখার পরও নতুন ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না লিটন দাস। তবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর একদিন আগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে রাজী হয়েছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। দল পেলেও প্রথম ম্যাচে পাওয়া যায়নি তাকে। গুলশানের দ্বিতীয় এবং নিজের প্রথম ম্যাচে লিটন আউট হয়েছিলেন ১৪ রানে। ডিপিএলের তৃতীয় রাউন্ডে এসেই অবশ্য ছন্দে ফিরেছেন লিটন।
ইয়াসির আলী রাব্বির সেঞ্চুরিতে আগের ম্যাচে তিন শতাধিক রান করে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে একশ রানের গণ্ডিতে পৌঁছাতেই আট উইকেট হারিয়েছে দলটি। ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানে অল আউট হয়ে ম্যাচটি ১৭৫ রানে হেরেছে ধানমন্ডির ছেলেরা।
ঢাকা প্রিমিয়ার লিগে আবারও দশ উইকেটের জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দশ উইকেটে হারানোর পর তৃতীয় রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকেও একই ব্যবধানে হারিয়েছে দলটি। মূলত রেজাউর রহমান রাজা, শেখ মেহেদী এবং তানভির ইসলামের দাপুটে বোলিংয়ে এ দিন সহজ জয় পেয়েছে দলটি।
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। তারা খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মোসাদ্দেক হোসেন। তবে সর্বশেষ বিপিএলে ভালো করতে পারেননি এই স্পিন বোলিং অলরাউন্ডার। তবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ফিরে আবারও ব্যাট হাতে চমক দেখাচ্ছেন তিনি।
রূপগঞ্জ টাইগার্সকে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। তারা ৪ উইকেটের জয় পেয়েছে। আল আমিন জুনিয়রের সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাট করে ২৬০ রানের মাঝারি পুঁজি দাঁড় করিয়েছিল রুপগঞ্জ টাইগার্স। সেই লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে গেছে আবাহনী।
নাইম শেখের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপনের ব্যাটে ৪২২ রানের রেকর্ড পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এমন রান তাড়া করে ব্রাদার্স ইউনিয়নের জয় পাওয়াটা প্রায় অসম্ভবই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আইচ মোল্লার ৯৬ রানের আক্ষেপে মোড়ানো ইনিংসের পরও ২৪৯ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। রেকর্ড পুঁজির পর রিশাদ হোসেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদের বোলিংয়ে ১৭৩ রানের বড় জয়ই পেয়েছে প্রাইম ব্যাংক।
নিজের নবম ওভারে তামিম ইকবালকে কিছুটা চাপেই রেখেছিলেন শহিদুল ইসলাম। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কও ঝুঁকি নিতে চাইছিলেন না। তবে প্রথম চার বল ডট দেয়ার পর শহিদুলকে আর সুযোগ দিলেন না তামিম। বাঁহাতি স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ওয়াইড লং অনে দিয়ে ছক্কা মেরেছেন তিনি। চিরচেনা শটে তামিম সেঞ্চুরি পেয়েছেন ১০৩ বলে।
সালাউদ্দিন শাকিলের স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন নাইম শেখ। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১৮ চার, ৮ ছক্কা ও ১৪০.৮০ স্ট্রাইক রেটে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ওপেনারকে। নাইম যখন ফিরলেন তখন ৩৮.৩ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রান তখন ৪ উইকেটে ৩১০।