promotional_ad

লিটন-সাব্বির ব্যর্থ, জিতল গুলশান

৬২ রানের ইনিংসে ম্যাচসেরা আজিজুল হক তামিম, রিমার্ক হারল্যান স্পোর্টস
গুলশান ক্রিকেট ক্লাব জিতলেও রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে চতুর্থ রাউন্ডে ছিলেন না লিটন দাস। এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরলেও ব্যাট হাতে রানের দেখা পাননি ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। মিরপুরে তৌফিক আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২২ রান। দুটি চার মারলেও সব মিলিয়ে ৩৭ বল খেলতে হয়েছে তাকে। লিটনের ব্যর্থতার দিনে আজিজুল হক তামিম ছাড়া গুলশানের বাকি ব্যাটাররাও সুবিধা করে উঠতে পারেননি।

promotional_ad

৬ চার ও ৩ ছক্কায় অধিনায়কের ৭৯ বলে ৬২ রানের ইনিংসে ২২১ রানের পুঁজি পায় গুলশান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটাররা এলেন আর গেলেন। অধিনায়ক সাব্বির রহমানও ৪ রানের বেশি করতে পারেননি জয়রাজ শেখ ও রবিউল ইসলাম রবিরা শুধুই হারের ব্যবধান কমিয়েছেন। পারটেক্স ১৬৪ রানে গুটিয়ে যাওয়ায় গুলশান জিতেছে ৫৭ রানে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চমকে দিয়ে ডিপিএল শুরু গুলশানের এটি তৃতীয় জয়। 


আরো পড়ুন

রূপগঞ্জ টাইগার্সের টানা ৪ হার, জিতল গুলশান

১৩ মার্চ ২৫
জাওয়াদ আবরার (বামে) ও আজিজুল হক তামিম (ডানে), ক্রিকফ্রেঞ্জি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২২২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারে রুবেল মিয়ার উইকেট হারায় পারটেক্স। মেহেদী হাসানের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ১১ রান করা এই ব্যাটার। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাব্বিরও। ডিপিএলে ভালো শুরু পেলেও সেই ছন্দ ধরে রাখতে পারেননি পারটেক্সের অধিনায়ক। নিহাদ উজ জামানের বলে লেগ বিফোর উইকেট হওয়া সাব্বির ফিরেছেন ৪ রানে।



promotional_ad

দলের রান পঞ্চাশ হওয়ার আগে আউট হয়েছেন আহরার আমিন পিয়ান। এক প্রান্ত আগলে রাখলেও ২৯ রানের বেশি করতে পারেননি জয়রাজ। পরের দিকে দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন রবিউল। বাকিদের কেউ দাঁড়াতে না পারায় ১৬৪ রানে অল আউট হয় পারটেক্স। নবাগত গুলশানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ জামান ও নাইম ইসলাম। 


আরো পড়ুন

পিএসএলের এনওসির জন্য আবেদন করেননি নাহিদ-লিটনরা

১৫ মার্চ ২৫
নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন

দিনের শুরুতে আগে ব্যাটিং করতে নেমে জাওয়াদ আবরার ফিরেছেন দ্রুতই। দারুণ ছন্দে থাকা তরুণ ওপেনার এদিন আউট হয়েছেন ৬ রানে। তিনে নামা লিটন ২২ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ে ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজিজুল হক। গুলশানের অধিনায়ক অবশ্য আউট হয়েছেন ৬২ রানে। পরবর্তীতে গুলশানের হয়ে ইফতিখার হোসেন ইফতি ৩২, নাইম ২৭ ও মেহেদী ২৩ রান করেন। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ২২১ রান তোলে গুলশান। পারটেক্সের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তৌফিক।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball