promotional_ad

সাদিকুর-বিজয়ের ঝড়ো হাফ সেঞ্চুরিতে গাজীর তৃতীয় জয়

হাফ সেঞ্চুরির পথে এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৬১ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শামিম মিয়া, তোফায়েল আহমেদের বোলিংয়ের সামনে জুবায়ের হোসেন ছাড়া এ দিন কার্যকরী ইনিংস খেলতে পারেননি কেউই। শামিম, তোফায়েল- দুজন বোলারই নেন তিনটি করে উইকেট। জবাবে দুই ওপেনার সাদিকুর রহমান এবং এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরিতে সহজেই মৌসুমের তৃতীয় জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

promotional_ad

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ৯ ওভারে ৯২ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩০ বলে আটটি চার ও একটি ছক্কায় ৫০ রান করে রাফিউজ্জামান রাফির বলে ফিরে যান সাদিকুর। রাফির অফ স্টাম্প তাক করা বল হাঁকাতে গিয়ে কভারে ক্যাচ দেন তিনি।


আরো পড়ুন

আবারো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ

১০ মার্চ ২৫
রানের জন্য ছুটছেন রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ হাসান তামিম (বামে) এবং সাইফ হাসান (ডানে), ক্রিকফ্রেঞ্জি

এর তিন বলের মধ্যে দলকে একশ রান পার করিয়ে ফিরে যান বিজয়ও। গাজীর অধিনায়ক ২৭ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৫২ রান করেন। আল ফাহাদের গুড লেংথ ডেলিভারিতে মিড উইকেটে জুবায়েরের মুঠোয় ধরা পড়েন বিজয়।


দ্রুত দুই উইকেট হারালেও বিচলিত হননি সালমান হোসেন ইমন এবং শামসুর রহমান শুভ। ইমন ২৬ বলে ২৩ এবং শুভ ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ১৭.৫ ওভারের মধ্যেই দলের জয় নিশ্চিত করেন।



promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ ওভারের মধ্যে ওপেনার রহমতউল্লাহ আলীর উইকেট হারায় শাইনপুকুর। ১৭ বলে ৯ রান করা এই ওপেনার আবু হাসিমের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। তারপর মইনুল ইসলাম তন্ময় ও অনিক সরকারের ২৫ রানের জুটি ভাঙেন শামিম মিয়া। ৪৮ অলে ১৬ রান করে তন্ময়কে বোল্ড করেন তিনি।


আরো পড়ুন

বিজয়-শুভ'র হাফ সেঞ্চুরির ম্যাচে সোহান-রাব্বিদের বড় হার

১০ মার্চ ২৫
হাফ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

নতুন ব্যাটার রহিম আহমেদকেও থিতু হতে দেননি শামিম। ৯ বলে পাঁচ রান করা এই ব্যাটারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। দলীয় ৭৪ রানে আরও দুটি উইকেট হারায় শাইনপুকুর। টানা দুই বলে অনিক ও ফারজান আহমেদকে ফেরান তোফায়েল আহমেদ।


তোফায়েলকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ৫০ বলে ২৯ রান করা অনিক। আব্দুল গাফফার সাকলাইন দারুণ একটি ক্যাচ নেন। এরপরের বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ডাক মেরে ফিরেন উইকেটরক্ষক ফারজান।



নিজের পরের ওভারে গোলাম কিবরিয়াকেও ফেরান তোফায়েল। উইকেটের পেছনে এনামুল হক বিজয়কে ক্যাচ দেন তিনি। এরপর জুবায়েরের নৈপুণ্যে দেড়শ রান পার হয় শাইনপুকুর। শেষ উইকেট হিসেবে বিদায় নেয়ার আগে ৫৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৬ রান করেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball