promotional_ad

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
পারটেক্স স্পোর্টিং ক্লাবের পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। চলতি প্রিমিয়ার লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। লিস্ট-এ ক্রিকেটে তামিমের ২৪তম সেঞ্চুরির দিনে ব্রাদার্সকে ৯ উইকেটে হারিয়েছে আসরের শিরোপাপ্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব।

promotional_ad

১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় মোহামেডান। আল আমিন হোসেনের বলে পাঞ্চ করতে গিয়ে কভারে ক্যাচ দেন ছয় বলে দুই রান করা মিরাজ। এরপর আর উইকেট হারায়নি মোহামেডান। অনবদ্য সেঞ্চুরিতে দলকে জয় পাইয়ে দেন তামিম।


আরো পড়ুন

২ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, জরিমানা ৮০ হাজার টাকা

১৭ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে তাকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৬ বলে ৯টি চার ও চারটি ছক্কায় ১০৫ রানে অপরাজিত ছিলেন তামিম। সমান বল খেলে ছয়টি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন অঙ্কন। লক্ষ্যে পৌঁছাতে মোহামেডান খেলে ৩২.৫ ওভার।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে এর আগে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অল আউট হয় ব্রাদার্স। প্রথম ওভারেই আবু হায়দার রনির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন বিশাল চৌধুরী। এ দিন রানের খাতাই খুলতে পারেননি তিনি। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফিরে যান ২৪ বলে ১৮ রান করে।


promotional_ad

নাসুম আহমেদের গুড লেংথের বলে হাঁকাতে গিয়ে মিড উইকেটে অঙ্কনের হাতে ধরা পড়েন রবিন। ব্রাদার্সের মিডল অর্ডারে আতঙ্ক ছড়ান তাইজুল ইসলাম। ৫৯ বলে ৪৩ রান করা ইমতিয়াজ হোসেনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। আইচ মোল্লাও তাইজুলের ফাঁদে ধরা পড়েন। তাইজুলের লেংথ ডেলিভারিতে লফটেড শটে লং অনে ধরা পড়ার আগে তিনি করেন ৫৫ বলে ৩২ রান।


আরো পড়ুন

দেশে ফিরেই মিরপুরে তামিম

১২ এপ্রিল ২৫
ফাইল ছবি

তাইজুলের সঙ্গে উইকেটের উৎসবে যোগ দেন মিরাজও। ছয় বলে ১৬ রান করা জাহিদুজ্জামান খানকে ফেরান তিনি। ডিপ স্কয়ার লেগে ক্যাচটি নেন নাসুম। এরপর সোহাগ গাজীকেও থিতু হতে দেননি তাইজুল। ১০ বলে আট রান করা এই অলরাউন্ডারকে বোল্ড করেন তিনি।


এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৫০ ওভারের আগেই থামে ব্রাদার্সের ইনিংস। মোহামেডানের হয়ে ৩১ রান খরচায় চার উইকেট নেন তাইজুল। ২৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। দুটি উইকেট নিয়েছেন মিরাজ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball