promotional_ad

ব্যাটিং ব্যর্থতায় মোহামেডানের কাছে হারল রূপগঞ্জ

ডানহাতি অফ স্পিনে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তানজিদ হাসান তামিমের সঙ্গে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সৌম্য সরকারও। তাদের দুজনের ব্যাটেই লিজেন্ডস অব রূপগঞ্জ জয় পায় ৮ উইকেটে। অথচ মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৫৪ রান তাড়ায় তানজিদ, সৌম্য, সাইফ হাসানরা দাঁড়াতেই পারলেন না। ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হয়েছেন আকবর আলী, জাকের আলী অনিকরা। মোহামেডানের মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ের পাশাপাশি নিজেদের ব্যাটারদের ব্যর্থতায় ৯৪ রানে হেরেছে রূপগঞ্জ।

promotional_ad

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের করা প্রথম বলেই চার মেরেছিলেন তানজিদ হাসান তামিম। একই ওভারের তৃতীয় বলে বাঁহাতি ওপেনার ছক্কা মেরেছিলেন লং অফের উপর দিয়ে। তবে পঞ্চম বলে তাকে ফিরিয়েছেন মিরাজ। ডানহাতি অফ স্পিনারের বলে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজ হয়ে স্লিপে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়েছেন।


আরো পড়ুন

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম

১২ মার্চ ২৫
টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

১১ রান করা তানজিদের ফেরার একটু পর আউট হয়েছেন সৌম্য সরকারও। ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও মোহামেডানের বিপক্ষে ব্যর্থ হয়েছেন। তাসকিন আহমেদের বাউন্সারে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়েছেন। ৪ বল খেলা সৌম্য এদিন রানের খাতাই খুলতে পারেননি। পরের ওভারে আউট হয়েছেন সাইফ হাসানও।


তাইজুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ১১ রান করা এই ব্যাটার। দলের রান পঞ্চাশ হওয়ার আগে আউট হয়েছেন আফিফ হোসেনও। মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে গিয়ে খেলা চেষ্টায় পয়েন্টে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা এই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি আকবর আলীও। মোহাম্মদ সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে মুশফিককে ক্যাচ দিয়েছেন রূপগঞ্জের অধিনায়ক। ৪ রানের বেশি করতে পারেননি আকবর।



promotional_ad

৫৭ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন জাকের আলী ও শেখ মেহেদী। তারা দুজনে মিলে যোগ করেন ৫৮ রান। জাকেরকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। ডানহাতি অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে আরিফুলকে ক্যাচ দিয়েছেন ২৫ রান করা জাকের। ৪৩ রান করা মেহেদীকে বোল্ড করেছেন তাসকিন। শেষের দিকে আর কেউ দাঁড়াতে না পারায় ১৫৯ রানে অল আউট হয় রূপগঞ্জ। মোহামেডানের হয়ে মিরাজ চারটি ও তাসকিন তিনটি উইকেট নিয়েছেন।


আরো পড়ুন

তানজিদ-সাইফ-সৌম্যদের নৈপুণ্যে রূপগঞ্জের তৃতীয় জয়

১২ মার্চ ২৫
হাফ সেঞ্চুরির পথে তানজিদ হাসান তামিম, ক্রিকফ্রেঞ্জি

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডানকে ভালো শুরুই এনে দেন তামিম ও রনি তালুকদার। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন তারা দুজন। তবে ইনিংসের অষ্টম ওভারে মোহামেডানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দিয়েছেন তামিম। সবশেষ দুই ম্যাচেই সেঞ্চুরি পাওয়া মোহামেডান অধিনায়ক ফিরেছেন ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে।

আরেক ওপেনার রনি হাফ সেঞ্চুরির পথে থাকলেও তাকে ফিরিয়েছেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। ডানহাতি পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৩৬ রান করা রনি। তৃতীয় উইকেটে জুটি গড়ে তোলেন তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের দুজনের জুটি ভাঙেন শেখ মেহেদী। ডানহাতি অফ স্পিনারের বলে সুইপ করে ছক্কা মারতে চেয়েছিলেন অঙ্কন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ৪২ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে। 


একটু পর ফিরেছেন মুশফিকুর রহিমও। সৌম্যর অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। ডিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত জ্বলে উঠতে না পারা ডানহাতি উইকেটকিপার ব্যাটার ফিরেছেন ১ রানে। সুবিধা করতে পারেননি আরিফুল হকও। শরিফুলের বলে তানজিম হাসান সাকিবকে ক্যাচ দেয়ার আগে করেছেন ১৫ রান। পরবর্তীতে দলকে টানতে থাকেন হৃদয় ও মিরাজ। 



অঙ্কন না পারলেও ৬৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়। পঞ্চাশ ছোঁয়ার পর যখন মোহামেডানের রান বাড়াবেন তখন হৃদয়কে বিদায় করেছেন শরিফুল। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চাইলেও এজ হয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন। হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৭৬ বলে ৬৬ রান। একটু পর মিরাজ ফিরেছেন ২৫ রানে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে মোহামেডান। রূপগঞ্জের হয়ে ৫৪ রানে ৪ উইকেট পেয়েছেন শরিফুল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball