
‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছেই। দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছে দলটিকে। সমালোচকদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের মতো সাবেক ক্রিকেটাররা। এবার তাদের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়লেন রশিদ লতিফ। সাবেক এই পাকিস্তানি উইকেটরক্ষক ওয়াসিম-ওয়াকারকে 'দুবাই বয়েজ' হিসেবে আখ্যা দিয়েছেন।