ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না: জাকের

ছবি: ৪৮ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে শুরুতেই ফেরেন তিন ম্যাচ পর সুযোগ পাওয়া নাইম শেখ। বিরতি দিয়ে সাজঘরের পথে হাঁটলেন লিটন দাস, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের অবস্থা যখন নাজুক তখনই হাল ধরেন জাকের ও শেখ মেহেদী।
এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভব ছিল: জাকের
৬ ঘন্টা আগে
সাম্প্রতিক সময়ে ব্যাটিং ভুলতে বসা মেহেদী কাউন্টার অ্যাটাকে খেললেন ২৫ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস। মেহেদী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের রান বাড়িয়েছেন জাকের। শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনদের ব্যর্থতার দিনে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ১৩৩ রানের পুঁজি এনে দিয়েছেন।

সেই পুঁজি নিয়েই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন শরিফুল ইসলাম, তানজিম, মেহেদীর মতো বোলাররা। তবে ম্যাচসেরা হয়েছেন মিরপুরের কঠিন উইকেটে হাফ সেঞ্চুরি করা জাকের। ম্যাচ জিততে পারায় নিজের ইনিংসটাকে নিজের হিসেবের খাতায় যুক্ত করেছেন ডানহাতি এই ব্যাটার। সেই সঙ্গে এও জানালেন, নিজে ভালো খেললেও যদি দল না জেতে ওইসব ইনিংস তিনি হিসেব করেন না।
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
৫ ঘন্টা আগে
এ প্রসঙ্গে জাকের বলেন, ‘হ্যাঁ, ম্যাচ জেতানো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোনো কিছু আমি হিসেব করি না। যতই ভালো খেলি আমি হিসেব করি না। যদি আমার দল না জেতে তাহলে ব্যক্তিগতভাবে আমি ওইগুলো হিসেব করি না। তবে আজকে অবদান রাখতে পেরেছি, হিসেব করলাম।’
বিপিএলে কুমিল্লার জার্সিতে অবলীলায় ছক্কা মারার সামর্থ্য দেখিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন জাকের। লাল সবুজের জার্সিতেও নিজের সুনাম ঠিকই ধরে রেখেছেন। বাংলাদেশের হয়ে ৩২ টি-টোয়েন্টিতে ২৮ চারের বিপরীতে মেরেছেন ৩৭ ছক্কা। পাকিস্তানের বিপক্ষেও দারুণ সব শটে মেরেছেন ৫ ছক্কা। অথচ হাফ সেঞ্চুরি পাওয়ার ম্যাচে জাকেরের ব্যাট থেকে এসেছে একটি চার। ছক্কা মারার এমন দক্ষতার রহস্যের কথা জানাতে গিয়ে দুই বছর আগে বিপিএলে মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার কথা।
জাকের বলেন, ‘আমি যেরকম প্রক্রিয়ার মধ্যে অনুশীলন করি ওইরকমই—এগুলো তো আপনারা দেখেনই। অতিরিক্ত অনুশীলনগুলো বাহিরে করি। কিন্তু কিছু জিনিস পরিবর্তন করেছি। এগুলো তো দুই বছর আগেই বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছি ওইসব ব্যাপারে।’