এক ম্যাচ পরই সিদ্ধান্ত বদল বিসিবির

ছবি: প্রথম টি-টোয়েন্টির ফাইল ছবি, ক্রিকফ্রেঞ্জি

সোমবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তারা বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
৫৭ মিনিট আগে
এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছে বিসিবি। দর্শকদের দীর্ঘদিনের দাবি ছিল খাবার নিয়ে মাঠে প্রবেশের।

কারণ স্টেডিয়াম প্রাঙ্গনে খাবারের মূল্য থাকে আকাশচুম্বি। এই খাবারের দাম নিয়ন্ত্রণে থাকে না বিসিবিরও। সেই ভাবনা থেকেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ
২ ঘন্টা আগে
যদিও এই নিয়ম এক ম্যাচ পরেই পরিবর্তন করেছে বিসিবি। প্রথম ম্যাচের পর স্টেডিয়ামের গ্যালারিতে চিপসের প্যাকেট, পানির খালি বোতল ও পানির কাপ পরে থাকতে দেখা গেছে। এ কারণেই এমন সিদ্ধান্ত কিনা তা নিশ্চিত করেনি বিসিবি।
আগামীকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৪ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।