বিপিএলে এর চেয়ে ভালো উইকেটে খেলেছি: ফাহিম আশরাফ

হাফ সেঞ্চুরির পথে ফাহিম, ক্রিকফ্রেঞ্জি
ফরচুন বরিশালের হয়ে সর্বশেষ বিপিএলে খেলেছেন ফাহিম আশরাফ। তার সঙ্গে ছিলেন শাহীন শাহ আফ্রিদিও। তবে আফ্রিদি এবারের বাংলাদেশ সফরে নেই। ফাহিম আছেন ঠিকই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান।

promotional_ad

সেখান থেকেই দলকে জেতার স্বপ্ন দেখিয়েছিলেন ফাহিম। তিনি খেলেছেন ৩২ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। তবে শেষ পর্যন্ত থেকে দলকে জেতাতে পারেননি। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ফাহিম দলীয় ১২১ রানে আউট হয়ে যান। এরপর আর শেষের ব্যাটাররা পাকিস্তানকে জেতাতে পারেননি।


আরো পড়ুন

আবারও ব্যাটিং ব্যর্থতা, পাকিস্তানের সিরিজ হার

২ এপ্রিল ২৫
৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স

শেষ পর্যন্ত পাকিস্তান হেরেছে ৮ রানের ব্যবধানে। ম্যাচ শেষে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উইকেটের সমালোচনা করেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। তিনি মনে করেন শেষবার যখন বিপিএলে খেলেছিলেন তখন মিরপুরের উইকেট এমন ছিল না। উইকেটের এমন উদ্ভট আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।


promotional_ad

সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, 'হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন, বিপিএল এবং এখনকার ম্যাচের পিচের মধ্যে পার্থক্য আছে। বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে হয়, তখন আবহাওয়া ঠান্ডা থাকে। এখন গরম আবহাওয়ায় পিচ সম্পূর্ণ আলাদা। তখন পিচে এত স্পিন বা গ্রিপ থাকে না। এখনকার পিচ ওপর থেকে শক্ত কিন্তু নিচ থেকে নরম মনে হচ্ছে।'


আরো পড়ুন

নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল

৪ ঘন্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঢাকাতেও। ম্যাচের আগেও বৃষ্টি হয়েছে মিরপুরে। যদিও ম্যাচে এর কোনো প্রভাব পড়েনি। তবে পাকিস্তান দল গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে জানতে পেরেছে বৃষ্টির কারণে পিচ পুরোপুরি তৈরি হতে পারেনি। বিপিএল থেকে এখনকার উইকেট ভিন্ন বলেও জানিয়েছেন তিনি।


ফাহিম বলেন, 'গ্রাউন্ডসম্যানদের মতে, বৃষ্টির কারণে হয়তো পিচ ঠিকমতো তৈরি হয়নি। তবে বিপিএল-এর তুলনায় এখনকার পিচে অনেক পার্থক্য রয়েছে। আমি আগের বিপিএলে খেলেছি, এবারও খেলেছি। বিপিএলে এর চেয়ে ভালো উইকেট ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball