ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

ছবি: হাসান আলী, শাদাব খান, নাসিম শাহ ও আজহার আলী

এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা এই ঘটনায় শোক জানিয়েছেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী।
বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন শাদাব
২ জুলাই ২৫
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে মর্মাহত। এত নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার হৃদয় ও প্রার্থনা রইল। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তাওফিক দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।'

পাকিস্তানের স্পিনার শাদাব খানও শোক বার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার চিন্তা, প্রার্থনা ও গভীর সমবেদনা। এই হৃদয়বিদারক ঘটনায় আহতদের প্রতি রইল শুভকামনা।'
মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন
১৬ মার্চ ২৫
এর আগে পাকিস্তানের আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি লিখেছেন, 'হৃদয়বিদারক এবং মর্মান্তিক। #BangladeshPlaneCrash দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।'
পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী লিখেছেন, 'ঢাকায় বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও আরোগ্য দান করেন। আমিন।'
এদিকে আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বিমানে একমাত্র ব্যক্তি।