
‘বিশ্বাসের’ ভেলায় চড়ে সিরাজের ওভাল জয়
দারুণ বোলিং করে ওভাল টেস্টে একাই ইংল্যান্ড দলকে কোণঠাসা করে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। তবে হ্যারি ব্রুকের ক্যাচ মিস সিরাজকে বানিয়ে দিতে পারত খলনায়ক। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেও সীমানায় রা দিয়ে ছক্কা বানিয়ে এই ইংলিশ ব্যাটারকে তিনি ব্যক্তিগত ১৯ রান দিয়েছিলেন জীবন।