এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান-অঙ্কন

ছবি: অনুশীলনে নুরুল হাসান সোহান

রাখা হয়েছে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তকেও। আরও আছেন সাইফ হাসান, খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। দলে বাকি যারা আছেন তারা সবাই প্রায় সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত। সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি সৌম্য সরকারের। তিনিও আছেন স্কোয়াডে।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে ১১ আগষ্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা। ডাচদের বিপক্ষে পুরো সিরিজই হবে সিরিজে। শুরুতে ১৯ আগস্ট থেকে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল।

যদিও জানা গেছে সিরিজটি পিছিয়ে যাচ্ছে। সূত্র অনুযায়ী নতুন সূচিতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। ৪ সেপ্টেম্বর নিজেদের দেশে ফেরত যাবে দলটি। মাঝে ২৯ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। এই সিরিজটিকেই ধরা হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন ও সাইফ হাসান।