এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান-অঙ্কন

অনুশীলনে নুরুল হাসান সোহান
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ আগস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। এরপর ১৫ আগস্ট সিলেটে যাবেন বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ক্যাম্পে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটার।

promotional_ad

রাখা হয়েছে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তকেও। আরও আছেন সাইফ হাসান, খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। দলে বাকি যারা আছেন তারা সবাই প্রায় সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত। সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি সৌম্য সরকারের। তিনিও আছেন স্কোয়াডে।


মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে ১১ আগষ্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা। ডাচদের বিপক্ষে পুরো সিরিজই হবে সিরিজে। শুরুতে ১৯ আগস্ট থেকে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল।


promotional_ad

যদিও জানা গেছে সিরিজটি পিছিয়ে যাচ্ছে। সূত্র অনুযায়ী নতুন সূচিতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। ৪ সেপ্টেম্বর নিজেদের দেশে ফেরত যাবে দলটি। মাঝে ২৯ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। এই সিরিজটিকেই ধরা হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ।


বাংলাদেশ স্কোয়াড-


লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন ও সাইফ হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball