এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

ফাইল ছবি
কদিন আগেই এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হলেও কোন কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি তারা। কয়েক দিনের ব্যবধানে দুই ভেন্যুর নাম প্রকাশ করেছে এসিসি। যেখানে ৮টি ম্যাচ হবে আবু ধাবিতে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে টুর্নামেন্টের বাকি ১০টি ম্যাচ হবে দুবাইয়ে।

promotional_ad

আগেই জানা গেছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। আয়োজক ভারত হলেও পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


আরো পড়ুন

মনোবিদ স্কটের বিকল্প খুঁজছে বিসিবি

৭ ঘন্টা আগে
ফাইল ছবি

১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। যেখানে গ্রুপ পর্বে নিজেদের দুইটি ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়েই হবে ভারত ও পাকিস্তানের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও ম্যাচটি হবে একই ভেন্যুতে।


promotional_ad

ওমানের সঙ্গে অবশ্য আবুধাবিতে খেলবে ভারত। একই গ্রুপে থাকা পাকিস্তানের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে থাকা শ্রীলঙ্কার একটি ম্যাচ খেলতে হবে দুবাইতে। যেখানে তাদের প্রতিপক্ষ হংকং। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।


আরো পড়ুন

এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস সিরিজ

১৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

সুপার ফোরের ছয় ম্যাচের পাঁচটিই হবে দুবাইয়ে। বাকি একটা ম্যাচ হবে আবু ধাবিতে। ২৩ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্ষ আপ খেলবে ম্যাচটিতে। ২৮ সেপ্টেম্বর হতে যাওয়া ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সংস্করণে হবে এবারের এশিয়া কাপ।


<img src ='/public/storage/inside_article/images/hrvoxkbdd.jpg'>



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball