এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
ছবি: ফাইল ছবি

আগেই জানা গেছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। আয়োজক ভারত হলেও পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
মনোবিদ স্কটের বিকল্প খুঁজছে বিসিবি
৭ ঘন্টা আগে
১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। যেখানে গ্রুপ পর্বে নিজেদের দুইটি ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়েই হবে ভারত ও পাকিস্তানের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও ম্যাচটি হবে একই ভেন্যুতে।

ওমানের সঙ্গে অবশ্য আবুধাবিতে খেলবে ভারত। একই গ্রুপে থাকা পাকিস্তানের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে থাকা শ্রীলঙ্কার একটি ম্যাচ খেলতে হবে দুবাইতে। যেখানে তাদের প্রতিপক্ষ হংকং। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।
এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস সিরিজ
১৩ ঘন্টা আগে
সুপার ফোরের ছয় ম্যাচের পাঁচটিই হবে দুবাইয়ে। বাকি একটা ম্যাচ হবে আবু ধাবিতে। ২৩ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্ষ আপ খেলবে ম্যাচটিতে। ২৮ সেপ্টেম্বর হতে যাওয়া ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সংস্করণে হবে এবারের এশিয়া কাপ।
<img src ='/public/storage/inside_article/images/hrvoxkbdd.jpg'>