মুস্তাফিজের জন্য ব্যথিত মঈন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার কিছুদিন পরই আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। সবশেষ কয়েক বছরে আইপিএলে নিয়মিত হয়ে ওঠা বাঁহাতি পেসারকে আগামী আসরে দেখা যেতো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন আর নানান বাস্তবতায় ২০২৬ আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজ। বড় অঙ্কে দল পেয়েও আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের জন্য ব্যথিত মঈন আলী।