১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অ্যাডিলেড। ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাথু শর্টকে ফেরান রাইলি মেরিডিথ। একই ওভারে ম্যাকেঞ্জি হার্ভেকেও ফেরান অস্ট্রেলিয়ান পেসার। তিন বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে অ্যাডিলেডকে চেপে ধরেন মেরিডিথ। পরের ওভারে বোলিংয়ে এসে নাথান এলিস নিয়েছেন ক্রিস লিন ও জেসন সাঙ্গার উইকেট। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অ্যাডিলেড।
শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন মানেনটি ও লিয়াম স্কট। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার রিশাদকে বোলিংয়ে আনেন অধিনায়ক এলিস। দ্বিতীয় বলে ছক্কা হজম করলেও ওভারের শেষ বলে মানেনটিকে ফেরান ডানহাতি এই লেগ স্পিনার। রিশাদের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে নিখিল চৌধুরির হাতে ক্যাচ দিয়েছেন ৭ বলে ৩ রান করা মানেনটি। নবম ওভারে আবারও বোলিংয়ে আসেন রিশাদ। সেই ওভারের প্রথম বলেই ওভারটনকে ফেরান তিনি।
ডানহাতি লেগ স্পিনারের বলে স্টাম্পিং হয়েছেন ৭ বলে ৮ রান করা ওভারটন। যদিও সেই ওভারে দুই চারে ১১ রান দিয়েছেন রিশাদ। ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে রিশাদ নিয়েছেন উডের উইকেট। ৪ ওভারে ২৬ রান খরচায় তিন উইকেট নিয়ে হোবার্টের নায়ক বনে গেছেন রিশাদ। স্কটের অপরাজিত ৯১ রানের ইনিংস ছাপিয়ে ম্যাচ জিতে নিয়েছে হোবার্ট। রিশাদের বাইরে দুইটি করে উইকেট নিয়েছেন মেরিডিথ ও এলিস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে হোবার্ট। দুই চার ও চারটি ছক্কায় ৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন মিচেল ওয়েন। এ ছাড়া রেহান আহমেদ ২৯, ম্যাথু ওয়েড ২৭, নিখিল ২৩ এবং ম্যাকেলিস্টার রাইট ২০ রান করেছেন। ব্যাটিংয়ের সুযোগ মেলেনি রিশাদের। অ্যাডিলেডের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন ওভারটন ও উড।