আইসিসির কাছ থেকে শেষ মুহূর্তের মিরাকলের আশায় বুলবুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তন করবে না আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবুও সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে আইসিসি। হাতে খুব বেশি সময় না থাকলেও আইসিসির কাছ থেকে শেষ মুহূর্তের মিরাকলের আশা করছেন আমিনুল ইসলাম বুলবুল।

চিঠি চালাচালির পর বিসিবির সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন আইসিসির প্রতিনিধিরা। তবুও ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে কোনো সমাধান বের করতে পারেনি। টুর্নামেন্ট শুরুর খুব বেশি সময় বাকি না থাকায় সমাধান খুঁজতে বাকি দেশগুলোকে নিয়ে বোর্ড সভা ডাকে আইসিসি। সেই বৈঠকেও তাদেরকে বোঝাতে সক্ষম হতে পারেনি বিসিবি। যার ফলে সিদ্ধান্ত নিতে ভোটের ব্যবস্থা করা হয়।

যেখানে ১৫ ভোটের মধ্যে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। স্বাভাবিকভাবেই ভোটে হেরে যাওয়ায় বাংলাদেশের দাবি মেনে নেয়নি আইসিসি। এমতাবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছিলেন বুলবুল। বিসিবি সভাপতিকে সেই সময় দিয়েছে আইসিসি। দ্রুতই সরকারের সঙ্গে কথা বলে আইসিসিকে নিজেদের অবস্থান অবগত করবেন তিনি। যদিও বুলবুল নিশ্চিত করেছেন, তারা এখনো আগের অবস্থানেই আছেন।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘সরকারের সাথে শেষবারের মতো কথা বলার জন্য আমি আইসিসি বোর্ডের কাছে সময় চেয়েছিলাম। তারা বলেছে এটা যৌক্তিক। তাদের (সরকার) সাথে কথা বলার জন্য আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। আমি সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই না। আমি জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা এখনো আগের অবস্থানেই আছি যে শ্রীলঙ্কায় খেলতে চাই না। আমি জানি আইসিসি হয়ত আমাদের পক্ষে নেই কিন্তু আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব। সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে আমি আইসিসিকে অবহিত করব।’

এত অল্প সময়ের মধ্যে কী অর্জন করবেন এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘শেষ মুহূর্তে আইসিসির কাছ থেকে আমি একটা মিরাকল আশা করছি। বিশ্বকাপ কে না খেলতে চায়। বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে চায়। বাংলাদেশ সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। কিন্তু আমরা মনে করি না ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ। সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন শুধু খেলোয়াড়দের কথা বিবেচনা করে না, তারা সবকিছু বিবেচনা করে।’

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির বোর্ড সভায় উপস্থিত ছিলেন বুলবুল। ওই সময়ে নিজেদের অবস্থান পরিস্কার করার জন্য তাকে সময় দেয়া হয়। জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন করার প্রস্তাব দেয়া হলেও সেটা নাকোচ করে দেয়া হয়। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা চায়নি তাদের গ্রুপে নতুন কোন দল আসুক।

আরো পড়ুন: