চট্টগ্রাম টেস্ট জিতেও শান্ত বললেন, খুব বেশি খুশি নই
সাদমান ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি! ব্যাটিংয়ে দুই সেঞ্চুরির টেস্টে বোলিংয়ে আলো ছড়ালেন মিরাজ ও তাইজুল ইসলাম। চিরচেনা জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্ট হারল মাত্র তিনদিনে। ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতলেও সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। দুই টেস্টের সিরিজের এমন ফলাফলে খুশি নন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, তাদের সিরিজ জেতা উচিত ছিল।