promotional_ad

‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না’

ফিল্ডিংয়ের সময় তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
সিলেট টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে আরেক স্পিনার তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। ফলে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছিল। এই স্পিনারের কাছ থেকে আরও বড় কিছুর প্রত্যাশা ছিল ভক্তদের।

promotional_ad

সিলেটের আক্ষেপ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই অনেকটা মিটিয়েছেন তাইজুল। ৬০ রান খরচায় এই স্পিনার নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই জিম্বাবুয়ে ২২৭ রানে ৯ উইকেট নিয়ে দিন শেষ করেছে। বাংলাদেশের এমন বোলিংয়ের রহস্য তবে কী লুকিয়ে চট্টগ্রামের উইকেটে? তবে তাইজুল এমনটা মানতে নারাজ। তিনি মনে করেন নিজেদের কৃতিত্বের কারণেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।


আরো পড়ুন

‘বরিশালের বেঞ্চ দিয়ে অন্য দলের চেয়ে ভালো দল বানানো যাবে’

৩১ জানুয়ারি ২৫
বিপিএলে রীতিমতো উড়ছে ফরচুন বরিশাল, ক্রিকফ্রেঞ্জি

তাইজুল বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’


২ উইকেটে ১৬২ রান নিয়ে চা বিরতি গিয়েছিল জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় হুমকি জানাচ্ছিলেন নিক ওয়েলচ-শন উইলিয়ামস। তাদের ব্যাটেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল সফরকারীরা। য়েলচ সেচ্ছায় অবসরে গেলে এই জুটি ভাঙে। তারা তৃতীয় উইকেটে যোগ করেন ৯০ রান।


promotional_ad



আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

এরপর বাকি সময়টা ছিল তাইজুলময়। এই বাঁহাতি স্পিনার চার বিরতির পর স্পিন ভেল্কি দেখিয়েছেন। তৃতীয় সেশনে ৬৭ রান তুললেও জিম্বাবুয়ে হারিয়েছে ৭ উইকেট। এর মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট। ৬০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেছেন তাইজুল।


চিটাগং তাইজুলের অন্যতম ফেভারিট ভেন্যু হতে পারে। কারণ এই মাঠে ৫৭ উইকেট নিয়েছেন তাইজুল। অন্যদিকে এই মাঠে ৬৮ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। আর মাত্র কয়েক টেস্ট খেলার সুযোগ পেলেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তাইজুলের সামনে। তাইজুলও চান সবার উপরে থাকতে।


সেই স্বপ্নের কথা জানিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball