
নাঈমের ৫ উইকেট, বাংলাদেশের লিড দুইশ ছুঁইছুঁই
দেশের বাইরে টেস্ট মানেই নাঈম হাসানের জায়গাটা ডাগ আউটে। কখনো কখনো তো স্কোয়াডেই থাকেন না ডানহাতি এই পেসার। গলের স্পিন নির্ভর উইকেটের ভাবনা থেকেই বাংলাদেশের চার স্পিনারের একজন ছিলেন নাঈম। তবুও একাদশে সুযোগ পাবেন কিনা সেটার নিশ্চয়তা ছিল না একদমই। মেহেদী হাসান মিরাজের অসুস্থতা নাঈমের জন্য খানিকটা শাপেবর হয়েছে। দেশের বাইরে নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেই নিজেকেই আরও একবার প্রমাণ করলেন। আগের খেলা দুই টেস্ট ডানহাতি অফ স্পিনার নিয়েছিলেন ৫ উইকেট। গলে এক ইনিংসেই পেলেন পাঁচটা।