‘আমি ইংল্যান্ডে নই, মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছি’
গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে লিটন দাসরা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এশিয়া কাপ খেলতে। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগষ্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। সবাই যখন মিরপুরে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত তখন নিজের ফেসবুকে পেজে ইংল্যান্ড ভ্রমণের কয়েকটি ছবি আপলোড করেন তাওহীদ হৃদয়।