ভারতের ওপর আস্থা হারিয়ে থাইল্যান্ড-মালয়েশিয়ার শরণাপন্ন বিসিবি

বাংলাদেশ
ভারতের ওপর আস্থা হারিয়ে থাইল্যান্ড-মালয়েশিয়ার শরণাপন্ন বিসিবি
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পরিবর্তন এসেছে দেশের অনেক কিছুতেই। যার প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পড়েছে। প্রতিনিয়তই আসছে নিত্যনতুন পরিবর্তন কিংবা নতুন নতুন সিদ্ধান্ত। এবার আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের বিদেশী চিকিৎসার স্থানে বদল আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।

রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ধরে ভিসা বন্ধ রয়েছে ভারতের। বেছে বেছে অল্পসংখ্যক বাংলাদেশীর চিকিৎসার জন্য ভিসা দিচ্ছে দেশটি। ফলে ক্রিকেটারদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে।

এমন অবস্থায় ক্রিকেটারদের দিকে তাকিয়ে ভারত নির্ভরতা কমানোর চিন্তাভাবনা করছে বিসিবি। তাই বোর্ড চাইছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি সই করতে। যেন ক্রিকেটাররা সল্প সময়ের ভেতর ভিসা নিয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারেন।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের ভাষ্যমতে, 'লম্বা সময় ধরে তো ভারতের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাই আমরা চাইছি মালেশিয়া ও থাইল্যান্ডের সাথে মেডিকেল চুক্তি করতে।'

'যেন ক্রিকেটারদের দ্রত সময়ের ভেতর সেখানে আমরা পাঠাতে পারি। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, ভারত নির্ভরতা কমাতেই আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি। আশা করছি দিন কয়েকের ভেতর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।'

এই মুহূর্তে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় মাস দুয়েকের মতো লেগে যাচ্ছে ক্রিকেটারদের। তা ছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্যও মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ওয়ার্কশপের ব্যাবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে বিসিবির।

আরো পড়ুন: বাংলাদেশ ক্রিকেট