এনসিএলে সুযোগ না পেয়ে মুনিমের ক্ষোভ

বাংলাদেশ
এনসিএলে সুযোগ না পেয়ে মুনিমের ক্ষোভ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুনিম শাহরিয়ার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মুনিম শাহরিয়ার। তবে নির্বাচকদের আস্থার প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সময়ের পরিক্রমায় যেন হারিয়েই গিয়েছেন এই ওপেনার। সর্বশেষ বিপিএলের আসরটি ভালো যায়নি মুনিমের। এরপর ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।

সামনেই এনসিএল টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টের প্রাথমিক দলেও জায়গা পাননি মুনিম। ৩০ জনের প্রাথমিক তালিকাতেও সুযোগ দেয়া হয়নি তাকে। দলে সুযোগ না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন এই ওপেনার। জানিয়েছেন ফেরার সুযোগ না দিলে ফিরবেন কীভাবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই ওপেনার বলেন, 'আমার যে জাতীয় দলে ফিরে আসার অপশন হচ্ছে ঘরোয়া লিগ। ঘরোয়া লিগে যদি আমার ৩০ জনের নাম না থাকে তাইলে আসলে আমার ক্রিকেট খেলাটা এখানে কঠিন হয়ে যায়। কারণ আমি তো কোনো সুযোগ পাচ্ছি না। গত বছর যেটা হয়েছে যে ঢাকা মেট্রোতে ছিলাম। আমাকে চারদিনের ম্যাচে খেলায় নাই। আমাকে বলা হয়েছিল যে তুমি টি-টোয়েন্টি খেলবা। টি-টোয়েন্টির মতো করে প্রস্তুতি নাও। আমি সবকিছু নিয়েছি কিন্তু তখন টিম যখন দিল, তখন দেখলাম যে আমি নাই।'

এনসিএলের লঙ্গার ভার্সনে দলে থাকলেও খেলার সুযোগ হয়নি মুনিমের। তাকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলানোর আশ্বাস দিয়েও বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন এই ওপেনার। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে শুরুতে সুযোগ না পেলেও শেষের দিকে এসে ৫ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে ১৬২ রান করেছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। এমন পারফরম্যান্সের পরও সুযোগ না পাওয়ার পেছনে নিজের পারফরম্যান্সের কোনো দায় দেখছেন না মুনিম।

তিনি বলেন, 'ঢাকা প্রিমিয়ার লিগে আমার প্রথমের দিকে সুযোগ আসছিল না। চারটা পাঁচটা ম্যাচ খেলেছি। সেখানে মোহামেডানের সাথে আমি মিরপুরে সকালবেলার উইকেটে ইবাদত ভাই, মুস্তাফিজ, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, পুরা জাতীয় দলের প্লেয়ারদের বিপক্ষে খেলেছি। সেখানে আমি টি-টোয়েন্টি স্টাইলেই ব্যাটিং করছি। আমার ওই দিনে আমার রান ছিল সবচেয়ে বেশি, দুই দল মিলে। তো আমি আসলে প্রত্যাশা করছিলাম যে আমি সুযোগটা পাব। কারণ হচ্ছে যে দিন দিন আমি উন্নতি করছি। তো এখন যদি সুযোগই না দেয়া হয়, তাইলে আসলে কিছু বলার নাই।'

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি